বাংলারজমিন

বালাগঞ্জে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণ

বালাগঞ্জ (সিলেট) প্রতিনিধি

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৯ পূর্বাহ্ন

বালাগঞ্জে পৃথক স্থানে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ২১শে আগস্টের গ্রেনেড হামলা মামলার রায়ের জের ধরে জনমনে আতঙ্ক সৃষ্টি করার জন্য বুধবার দিনগত রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে দুষ্কৃতকারীরা এসব ককটেল ফুটিয়েছে বলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা দাবি করেছেন। রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এসএম জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বালাগঞ্জ থানার পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের আজিজপুর বাজারে রাত পৌনে ৯টার দিকে একই সময়ে পৃথক ২টি স্থানে, রাত সাড়ে ৮টায় দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারে এবং রাত ১০টায় মোরার বাজারের পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া রাত সাড়ে ৮টার দিকে সিরাজপুর গ্রামস্থ এক আওয়ামী লীগ নেতার বাড়ির সম্মুখ এবং রাত ১১টায় এক সাবেক ছাত্রলীগ নেতার সুলতানপুরস্থ গ্রামের বাড়ির ফটকের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটেছে বলে আওয়ামী লীগ নেতারা দাবি করেছেন। তবে রাতের আঁধারে ককটেল বিস্ফোণের শব্দ শোনা গেলেও কেউ হতাহত হননি।

বিস্ফোরিত ককটেলের কোনো আলামতও পায়নি পুলিশ। সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ॥
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status