বাংলারজমিন

আড়াইহাজারে গ্রামবাসী ও শ্রমিক সংঘর্ষ, ২ পুলিশসহ আহত ১০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

আড়াইহাজারে পরিবেশ দূষণকে কেন্দ্র করে একটি শিল্প কারখানার শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয়পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে এবং তাদের মধ্যে কয়েকদফা ধাওয়া পাল্টাধাওয়া হয়। এতে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ ইদ্রিস আলী ও রওশন আলী নামে দু’জনকে গ্রেপ্তার করেছে। বুধবার বিকালে উপজেলার মোল্লারচর এলাকায় এ  ঘটনা ঘটে। গোপালদী ফাঁড়ির এসআই মাহফুজ জানান, মোল্লারচরে ওসিন ভয়েস এন্টারপ্রাইজ নামে একটি কারখানায় দীর্ঘদিন ধরে আগুনে পুড়িয়ে চামড়াজাত পণ্য উৎপাদন করে পরিবেশ দূষণ করে আসছে। কারখানা স্থাপনের শুরু থেকেই আশপাশের গ্রামের মানুষের আপত্তি ছিল। কারখানার নির্গত বর্জ্যের দুর্গন্ধ ছড়ানোসহ গাছপালা নষ্ট হচ্ছে। কালো ধোঁয়ায় কৃষিজমিতে ফসল উৎপাদন কমে যাচ্ছে। এ নিয়ে বেশ কয়েকবার মালিকপক্ষকে অবহিত করলেও তারা কোনো কর্ণপাতই করেনি। বুধবার মালিক পক্ষের কিছু লোক কারখানা পরির্দশনে আসলে স্থানীয় লোক জড়ো হয়ে প্রতিবাদ জানায়। এ সময় শ্রমিক ও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। সংঘর্ষের সময় উভয়পক্ষই ইটপাটকেল নিক্ষেপ করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে গ্রামবাসী পুলিশের ওপরও হামলা করে। এতে এসআই মাহফুজ ও কনস্টেবল আহাদ  ইটের আঘাতে আহত হন। আড়াইহাজার থানার ওসি এমএ হক বলেন, ওসিন ভয়েস এন্টারপ্রাইজ নামে একটি কারখানায় আগুনে পুড়িয়ে চামড়াজাত পণ্য উৎপাদন করে আসছে। এলাকাবাসী অভিযোগ করছিল, কারখানাটি পরিবেশ দূষিত করছে। এর প্রতিবাদ জানালে সংঘর্ষের ঘটনা ঘটে। আমাদের পুলিশের ওপরও গ্রামবাসী হামলা করে।  পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। ঘটনাস্থল থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status