বাংলারজমিন

কসবায় সালিশে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:০৭ পূর্বাহ্ন

কসবায় গত বুধবার রাতে পাওনা টাকা নিয়ে সালিশ বৈঠকে মানিক মিয়া (৪৫) নামের এক ব্যবসায়ীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে। নিহত মানিক মিয়া কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামের আবদুল কাদির ওরফে কালা মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী আখাউড়া উপজেলার তন্তর বাজারের একজন মনোহরী ব্যবসায়ী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নিমবাড়ি গ্রামের মোতাহার হোসেন তার ছোট ভাই মালয়েশিয়া প্রবাসী সানু মিয়ার স্ত্রী মাহমুদা বেগমের কাছ থেকে নতুন বাড়ি বানানোর জন্য তিন মাস আগে ৫০ হাজার টাকা ধার নেয়। আশ্বিন মাসে এ টাকা পরিশোধ করার কথা থাকলেও এ টাকা পরিশোধ করেননি মোতাহার হোসেন। মাহমুদা বেগম এক সপ্তাহ আগে এ টাকা চাইতে গেলে মাহমুদা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে মারধর করতে আসেন।  মাহমুদা বেগম  নিমবাড়ি গ্রামের নোয়াব মিয়া, দেবর ইউসুফ, ভাতিজা মানিক মিয়া ও ইসমাইলকে ঘটনাটি অবগত করান। এ নিয়ে মোতাহারের বাড়িতে গত বুধবার রাতে এক সালিশ বৈঠক বসেন। ওই বৈঠকে নোয়াব মিয়া, ইউসুফ মিয়া, মানিক মিয়া ও ইসমাইলসহ এলাকার বেশ কয়েকজন সাহেব সর্দার উপস্থিত ছিলেন। এ বিষয়ে কথা বলতে গেলে মোতাহার হোসেন ও তার ছেলেরা ইসমাইল ও ইউসুফ মিয়ার উপর উত্তেজিত হয়ে মারধর করতে আসেন। পরে মানিক মিয়া ফিরাতে গেলে মোতাহার হোসেন ও তার ছেলেরা তাকে লাইট দিয়ে পিটিয়ে ও শারীরিকভাবে মারধর করতে থাকে। এক পর্যায়ে গুরুতর আহত হয়। পরে তাকে সংজ্ঞাহীন অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশ হাসপাতাল  থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল করেন। পরে ওই হাসপাতালে নিহতের ময়নাতদন্ত করা হয়। এদিকে খবর পেয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। রাত থেকেই মোতাহার মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে  গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status