বাংলারজমিন

মৌলভীবাজারে পৌরসভার বর্ণাঢ্য র‌্যালি

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৯:০৭ পূর্বাহ্ন

‘পরিচ্ছন্ন শহর আমাদের অঙ্গীকার’ এই স্লোগান নিয়ে মৌলভীবাজার শহরকে পরিচ্ছন্ন গড়তে সচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। শহরের যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা বন্ধ করার লক্ষ্যে ও পরিচ্ছন্ন শহর গড়তে সচেতনাতামূলক র‌্যালি বের হয়। গতকাল সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভার যৌথ উদ্যোগে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয়। র‌্যালিতে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সরকারি কলেজ অধ্যক্ষ ড. মো. ফজলুল আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধা পদ দেব সজল, জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, মৌলভীবাজার প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, পৌর আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক মিন্টু, জেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন, বিজনেস ফোরামের আহ্বায়ক নুরুল ইসলাম কামরান, সোহাগ আহমদ, সদস্য সচিব শাহাদাত হোসেন, সুমন আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি নাট্যকার খালেদ চৌধরী, সাধারণ সম্পাদক আলীম উদ্দিন হালিম, জেলা শ্রমিকলীগের আহ্বায়ক আসাদ হোসেন মক্কু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক রাব্বি, সাবেক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতা শেখ রুমেল আহমদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক তানভির চৌধুরী রবিন প্রমুখ।
 দৃষ্টিনন্দন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে র‌্যালিতে অংশ নেয় দুর্জয় ক্লাব, এমবি মিডিয়া, স্বপ্নের ঢেউ ফাউন্ডেশন, ইয়ুথ বয়েজ অব মৌলভীবাজার, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ, বিজনেস ফোরাম, স্কাউট, বিএনসিসি, রেড ক্রিসেন্ট, মৌলভীবাজার পৌরসভা, জেলা প্রশাসন, মৌলভীবাজার সরকারি কলেজ, মহিলা কলেজ, হাফিজা খাতুন উচ্চ বিদ্যালয়, কাশীনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজ, শাহ মোস্তফা কলেজ, আলী আমজদ উচ্চ বিদ্যালয়, ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, টাউন কামিল মাদরাসাসহ শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। শোভাযাত্রাটি শহরের চৌমোহনা চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়। ওখানে শহরের সৌন্দর্য রক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে সচেতনতামূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. তোফায়েল ইসলাম ও পৌর মেয়র ফজলুর রহমান। মেয়র জানান, পরবর্তীতে কোদালীছড়ার সৌন্দর্য রক্ষা ও শহরের প্রত্যেকটি ওয়ার্ডে শহর পরিচ্ছন্ন রাখতে পৌর নাগরিকদের নিয়ে সচেতনাতামূলক র‌্যালি করা হবে। র‌্যালিতে অংশগ্রহণকারী স্কুল কলেজের শিক্ষার্থীসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ কোদালীছড়ার সৌন্দর্য রক্ষা, শহরের নির্দিষ্টস্থানে ময়লা রাখা, পৌরসভা প্রদত্ত বিন ব্যবহার করা ইত্যাদি দৃষ্টিনন্দন লেখা সংবলিত ব্যানার, ফেস্টুন ছিল চোখে পড়ার মতো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status