বিনোদন

কলকাতার সিনেমায়ও ব্যস্ত তারা

স্টাফ রিপোর্টার

১২ অক্টোবর ২০১৮, শুক্রবার, ৮:৪০ পূর্বাহ্ন

কলকাতার সিনেমায় বাংলাদেশি অভিনেত্রীদের কদর ক্রমশ বেড়েই চলেছে। হালে টলিউডকে ভালোই নাড়া দিচ্ছেন ঢালিউডের নায়িকারা। টলিউডের ছবিতে এই মুহূর্তে বাংলাদেশি নায়িকাদের মধ্যে সবচে’ এগিয়ে রয়েছেন জয়া আহসান। ঢাকার পাশাপাশি কলকাতার ছবিতে অভিনয় করেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। গত বছর ‘আনন্দবাজার’ পত্রিকা টলিউড নায়িকাদের নিয়ে যে শীর্ষ তালিকা তৈরি করেছে, সেখানে জয়া আহসানের নাম ছিল সবার উপরে। ২০১৩ সালে টলিউডে জয়া অভিনীত প্রথম ছবির নাম ‘আবর্ত’। এরপর তিনি ‘রাজকাহিনী’, ‘বিসর্জন’, ‘আমি জয় চ্যাটার্জি’, ‘একটি বাঙালি ভূতের গপ্পো’, ‘ঈগলের চোখ’, ‘ক্রিসক্রস’ ছবিতে অভিনয় করেছেন। টলিউডে জয়া আহসান শ্রেষ্ঠ নবীন অভিনেত্রী হিসেবে ‘আবর্ত’ এবং ‘বিসর্জন’ ছবিতে অভিনয়ের জন্য অর্জন করেন ফিল্মফেয়ার পুরস্কার (পূর্ব)। আর শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী হিসেবে ‘রাজকাহিনী’ ছবির জন্য টেলি সিনে পুরস্কার এবং ‘বিসর্জন’ ছবির জন্য অর্জন করেন জি সিনে পুরস্কার। এ ছাড়া ‘হায়দরাবাদ চলচ্চিত্র উৎসব’, ‘ইন্টারন্যাশনাল বাঙালি ফিল্ম অ্যাওয়ার্ড’ এবং যুক্তরাষ্ট্রের ‘ক্যালাইডস্কোপ ফিল্ম ফেস্টিভ্যাল’-এ নির্বাচিত হন শ্রেষ্ঠ অভিনেত্রী। ভারতে আজ জয়া অভিনীত ‘এক যে ছিল রাজা’ ছবিটি মুক্তি পাবে। এ ছবিটি পরিচালনা করেছেন সৃজিত মুখার্জি। অভিনয় দক্ষতায় সোহানা সাবা ইতিমধ্যেই নজর কেড়েছেন সবার। ছোট এবং বড় দুই পর্দাতেই তিনি দেখিয়েছেন তার ব্যতিক্রমী অভিনয় প্রতিভা। টলিউডে ২০১৫ সালে অয়ন চক্রবর্তীর পরিচালনায় ‘ষড়রিপু’ নামের একটি ছবিতে প্রথম কাজ করেন তিনি। এ ছবিতে অভিনয় করে প্রশংসা পান। এরপর ওপার বাংলার হরনাথ চক্রবর্তীর ‘এপার ওপার’ ছবিতে অভিনয় করেন সাবা। এ ছাড়া কলকাতার আরো বেশকিছু ছবি নিয়ে তার কথা চলছে সেখানকার নির্মাতাদের সঙ্গে। খুব শিগগিরই কলকাতার আরো কিছু ছবিতে দেখা যাবে তাকে। প্রথমে উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করলেও জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘আশিকী’ ছবির মাধ্যমে বড় পর্দায় কাজ শুরু করেন নুসরাত ফারিয়া। যৌথ প্রযোজনার এ ছবিতে কাজ করার পর তিন বছরের মধ্যে ফারিয়া ‘হিরো ৪২০’, ‘বাদশা’, প্রেমী ও প্রেমী’, ‘বস টু’ নামের ছবিগুলোতে কাজ করে বেশ জনপ্রিয়তা পান। এরপর দেশীয় ছবি ‘ধেততেরিকি’ ও কলকাতায় জিতের বিপরীতে ‘ইন্সপেক্টর নটি কে’ ছবিতে অভিনয় করেন। কলকাতায় ও দেশে অল্প সময়ে বেশ নাম করেন নুসরাত ফারিয়া। জ্যোতিকা জ্যোতি অভিনীত কলকাতার প্রথম ছবি ‘রাজলক্ষ্মী শ্রীকান্ত’ মুক্তি পেতে চলেছে। ছবিটি চলতি বছরের শেষদিকে ওপার বাংলায় মুক্তি পাবে। এটি পরিচালনা করেছেন প্রদীপ্ত ভট্টাচার্য। কলকাতার জনপ্রিয় অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে তিনি এতে অভিনয় করেছেন। লাক্স তারকা অরিন গত বছর ‘অপরাজেয়’ ছবির মাধ্যমে কলকাতায় কাজ শুরু করেন। নেহাল দত্ত ছবিটি পরিচালনা করেছেন। এ ছবির পর মহুয়া চক্রবর্তীর ‘আমার ভয়’ ছবিতেও অভিনয় করেন তিনি। কলকাতার এ ছবিটি সামনে মুক্তি পাবে। এ ছবির কাজ শেষ করে মলয় চক্রবর্তীর ‘উল্কি’ নামে একটি ছবির কাজ করছেন অরিন। এখন ঢাকার চেয়ে কলকাতায় বেশি ব্যস্ত সময় কাটছে তার। খুব শিগগির এ ছবিগুলো ক্রমান্বয়ে মুক্তি পাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status