বিশ্বজমিন

তিতলির আঘাতে অন্ধ্রপ্রদেশে নিহত ২

মানবজমিন ডেস্ক

১১ অক্টোবর ২০১৮, বৃহস্পতিবার, ৩:৩৩ পূর্বাহ্ন

ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় তিতলির কবলে পড়ে দুইজনের প্রাণহানি ঘটেছে। এছাড়া উড়িষ্যাতেও তিতলি প্রবলভাবে আঘাত হানছে বলে জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া।
সংবাদ মাধ্যমটি জানিয়েছে, বৃহ¯পতিবার থেকে অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় মারাত্মক আকার ধারণ করেছে ঘূর্ণিঝড় তিতলি। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের পালাসা এলাকায় ঝড়ের কবলে পড়ে দুই জন মারা গেছেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশের উপকূলবর্তী এলাকাগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও উড়িষ্যার গোপালপুরে পাঁচ জেলেসহ একটি মাছ ধরার নৌকা ডুবে গেছে। তবে উদ্ধারকারীদের তৎপরতায় পাঁচজনকেই উদ্ধার করা সম্ভব হয়েছে।
ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে রাস্তাঘাট, রেললাইন, ঘরবাড়ি, মারা গেছে বেশ কিছু গবাদি পশু। প্রচুর গাছপালা ভেঙ্গে পড়েছে, বন্ধ রয়েছে বিদ্যুত সংযোগ।
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, সরকার এবং কর্তৃপক্ষ সতর্ক রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। তবে আমি নিশ্চিত যে, সকলের সহযোগিতায় এই পরিস্থিতি আমরা কাটিয়ে উঠতে পারব।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status