ভারত

ভারতে ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ৭ জনের মৃত্যু, আহত বহু

কলকাতা প্রতিনিধি

১০ অক্টোবর ২০১৮, বুধবার, ১২:৩০ অপরাহ্ন

মালদহ নিউ ফারাক্কা-দিল্লি এক্সপ্রেস ট্রেনটি দিল্লির অভিমুখে ছুটছিল। বুধবার ভোর ৬টা নাগাদ উত্তর প্রদেশের রায়বেরেলির কাছে হরচন্দ্রপুরে ট্রেনটির ইঞ্জিন ও নয়টি কামরা লাইন থেকে ছিটকে পড়ে। এ  দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৭ জন। আরও বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করছেন স্থানীয় মানুষজন। আহত হয়েছেন ৬২ জন। ট্রেনের নীচে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কাও রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র জানিয়েছেন,  মোট নয়টি বগি লাইনচ্যুত হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। জানা গেছে, দ্রুতগতিতে চলছে উদ্ধার কাজ। জাতীয় বিপর্যয় মোকাবিলা দপ্তরের সদস্যরাও উদ্ধার কাজে হাত লাগিয়েছে। ট্রেনটি যেহেতু পশ্চিমবঙ্গের মালদহ থেকে যাচ্ছিল, তাই আহত ও নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের অনেক বাসিন্দা রয়েছেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে খবর, এই দুর্ঘটনায় পশ্চিমবঙ্গের ৪ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলে গিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গয়াল, রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান অশ্বিনী লোহানি-সহ রেলের পদস্থ কর্তারা। ট্রেনের বাকি যাত্রীদের বিশেষ ট্রেনের মাধ্যমে গন্তব্যস্থলে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। দুর্ঘটনার কারণে মাঝপথে আটকে রয়েছে বেশ কয়েকটি আপ ও ডাউন ট্রেন। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে রেল সুত্রে জানানো হয়েছে।  রেলমন্ত্রী মৃতদের পরিবারপিছু ৫ লাখ রুপি আর্থিক সাহায্য এবং গুরুতর আহতদের ১ লাখ রুপি এবং অল্প আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও ক্ষতিপূরণের কথা ঘোষণা করেছেন।  ঘটনাস্থলে গিয়েছেন। দুর্ঘটনার পিছনে নাশকতাও থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status