খেলা

মাথা উঁচু করেই আফগানদের বিদায়

স্পোর্টস ডেস্ক

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১:১৬ পূর্বাহ্ন

এশিয়া কাপের সুপার ফোর পর্বে বিদায় নিলেও আফগানিস্তানের টুর্নামেন্টে পারফরম্যান্স মনে রাখবে ক্রিকেটপ্রেমীরা। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ও বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় দিয়ে সুপার ফোর পর্বে পা রাখে আফগানরা। কিন্তু পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে শেষ ওভারের রোমাঞ্চে হেরে এক ম্যাচ বাকি থাকতে থেমে যায় রশিদ খানদের স্বপ্নযাত্রা। গতকাল দুবাইতে ভারতের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচেও দর্শকদের ¯œায়ুর পরীক্ষা নেয় আফগানিস্তান। আফগানদের হারাতে পারেনি টিম ইন্ডিয়া। শেষ ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ে ম্যাচ টাই হয়। জিততে হলে ভারতের দরকার ছিল ৭ রান। হাতে ১ উইকেট। রশিদ খানের দ্বিতীয় বলে চার মারেন রবিন্দ্র জাদেজা। পরের দুই বলে দুই সিঙ্গেল। ১ বল বাকি থাকতে জিততে গিয়ে মিডউইকেটে ধরা পড়েন জাদেজা (২৫)। তাতেই ইতিহাস রচনা করে আফগানিস্তান। ড্র হলেও এটি তাদের জন্য জয়ের সমানই! আর ওয়ানডে ইতিহাসে ৪০৪৬ ম্যাচে ৩৬তম টাই দেখে ক্রিকেট বিশ্ব। মোহাম্মদ শেহজাদের সেঞ্চুরি (১২৪) ও মোহাম্মদ নবীর ৬৪ রানের ইনিংসে ৮ উইকেটে ২৫২ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। জয়ের লক্ষ্যে ওপেনিং জুটিতে ১১০ রান তোলেন লোকেশ রাহুল (৬০) ও আম্বাতি রাইডু (৫৭)। ওয়ানডাউনে নেমে ৪৪ রান করেন দিনেশ কার্তিক। দারুণ শুরুর পর আর কেউ হাল ধরতে পারেননি। কেদাব যাদব ১৯ রান করে রানআউট হন। ৪৯তম ওভারে রানআউট হন কুলদীপ যাদব (৯) ও সিদ্ধার্থ কাউল (০)। আগেই ফাইনাল নিশ্চিত হওয়ায় রোহিত শর্মাসহ শিখর ধাওয়ান, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, যুজভেন্দ্র চাহাল বিশ্রামে থাকেন। রোহিতের অনুপস্থিতিতে প্রায় দুই বছর পর ভারতকে নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ব্যাট হাতে কিছু করতে পারেননি। চার নম্বরে নেমে ৮ রান করে আউট হন ধোনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status