দেশ বিদেশ

দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

সংসদ রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১০:০২ পূর্বাহ্ন

তথ্যপ্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সংবাদ জনগণের কাছে দ্রুততর সময়ে পৌঁছে যাচ্ছে। অনলাইন নিউজ পোর্টালগুলো এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। এ সময় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিশ্চিত করতে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনের মিডিয়া সেন্টারে পার্লামেন্টনিউজবিডিডটকম-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পার্লামেন্টনিউজবিডিডটকম-এর সম্পাদক সাকিলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি, হুইপ শহীদুজ্জামান সরকার এমপি, তরীকত ফেডারেশনের সংসদ সদস্য এমএ আওয়াল, জাতীয় পার্টির সংসদ সদস্য মেহজাবিন মোর্শেদ, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র মহাপরিচালক শাহ আলমগীর, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু জাফর সূর্য, পার্লামেন্ট জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ম সম্পাদক নিখিল ভদ্র। অনুষ্ঠানে স্পিকার বলেন, প্রতিষ্ঠার পর থেকে পার্লামেন্টনিউজবিডি.ডটকম পাঠকের প্রত্যাশা পূরণে সক্ষম হয়েছে। এই অনলাইন পত্রিকাটি দেশের একটি অন্যতম প্রধান বিশেষায়িত নিউজ পোর্টাল যেখানে সংসদ ও সংসদ সদস্যদের কার্যক্রমকে জনগণের জন্য উপস্থাপন করা হয়। আগামীতে আরো বেশি খবর জনগণ জানতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন। নতুন সংসদ আরো বেশি কার্যকর হবে বলে আশা প্রকাশ করে ড. শিরীন শারমিন বলেন, দশম জাতীয় সংসদ গণতন্ত্রের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এই সংসদ বিশ্ববাসীর কাছে গণতন্ত্র প্রতিষ্ঠায় আস্থার প্রতীক বিবেচিত হয়েছে। স্পিকার বলেন, গণমাধ্যমগুলো জনগণকে সে সংবাদ পৌঁছে দিতে ভূমিকা রেখে চলেছে। আগামীতে সংসদ ও সংসদ সদস্যদের কার্যক্রমকে গণমাধ্যমে আরো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে- এটাই জনগণ প্রত্যাশা করে। মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেন, মুক্তিযুদ্ধের পর দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে সংসদ ও সংবিধানকে স্তব্ধ করা হয়। কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দায়িত্ব গ্রহণের পর দেশ আবারো মুক্তিযুদ্ধের চেতনায় এগিয়ে যাচ্ছে। উন্নয়ন ও অগ্রগতির এই ধারা অব্যাহত রাখতে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। হুইপ শহীদুজ্জামান সরকার বলেন, বর্তমান জাতীয় সংসদ গত ৫ বছরে বিশাল কর্মযজ্ঞ পরিচালনা করেছে। যা গণমাধ্যম ছাড়া জনগণের কাছে পৌঁছানো সম্ভব না। দেশের গণমাধ্যমগুলো সতর্কতার সঙ্গে সেই দায়িত্ব পালন করবে বলে সকলে প্রত্যাশা করে। সাংবাদিকদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে সরকারকে আরো বেশি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মাহজাবিন মোর্শেদ বলেন, দেশ এগিয়ে যাচ্ছে, এনিয়ে সন্দেহ নেই। কিন্তু অনেক ক্ষেত্রেই সাংবাদিকরা বঞ্চিত। তাই সাংবাদিকদের বেতন-ভাতা বৃদ্ধিসহ অধিকার নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। তরীকত ফেডারেশনের সংসদ সদস্য এম এ আউয়াল বলেন, সংসদীয় গণতন্ত্রের বিকাশে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে যে গণমাধ্যম যতবেশি দক্ষতার সঙ্গে সংবাদ পরিবেশন করবে, সেই গণমাধ্যম ততবেশি জনপ্রিয় হবে। দায়িত্বশীল সাংবাদিকতার প্রতি গুরুত্বারোপ করে পিআইবি মহাপরিচালক শাহ আলমগীর বলেন, একটি ছুরি দিয়ে একজন মানুষকে হত্যা করা যায়। কিন্তু একটি কলম দিয়ে একজন এমপি’র সারা জীবনের অর্জনকে ধূলিসাৎ করা যায়। এমনকি ভয়াবহ দাঙ্গার জন্য একটি দায়িত্বহীন সংবাদ পরিবেশন যথেষ্ট। তাই সাংবাদিকদের অনেক বেশি প্রশিক্ষণ ও দক্ষ করে গড়ে তোলা জরুরি। অনুষ্ঠানে সাংবাদিক নেতা আবু জাফর সূর্য বলেন, সাংবাদিকদের পেশাগত স্বীকৃতির জন্য ১৯৭৪ সালে জাতির জনক বঙ্গবন্ধু একটি আইন করেছিলেন। কিন্তু ২০০৬ সালে জামায়াতবেষ্টিত বিএনপি সরকার সেই আইন বাতিল করেছে।
সাংবাদিকদের মর্যাদা নিশ্চিত করতে বঙ্গবন্ধুর প্রণীত আইন পুনর্বহালে এই সংসদ উদ্যোগ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। সমাপনী বক্তব্যে পার্লামেন্টনিউজবিডিডটকম-এর সম্পাদক সাকিলা পারভীন বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় সহযোগিতার জন্য সকলের প্রতি আহ্বান জানান। আলোচনা শেষে স্পিকারসহ অতিথিরা প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে কেক কাটেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status