দেশ বিদেশ

অধিভুক্ত ৭ কলেজে ভর্তি আবেদন শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৫ পূর্বাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক সম্মান ও পাস কোর্সে অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রক্রিয়ার উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। এ সময় প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, সাত কলেজ সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক আবু তালেব উপস্থিত ছিলেন। শিক্ষার্থীরা িি.ি৭পড়ষষবমবফঁ.পড়স ওয়েবসাইট ব্যবহার করে ভর্তির আবেদন করতে পারবে। এছাড়াও ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে। ভর্তির আবেদন করা যাবে আগামী ২৫শে অক্টোবর পর্যন্ত। বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ই নভেম্বর, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১০ই নভেম্বর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ১৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অধীনে ৬ হাজার ৫শটি, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অধীনে ১১ হাজার ৬৩০টি এবং বাণিজ্য ইউনিটের অধীনে ৫ হাজার ২১০টি আসন রয়েছে। উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাতটি কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী কলেজ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status