এক্সক্লুসিভ

হালুয়াঘাটে ট্রলির চাপায় শিশুর মৃত্যু

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

হালুয়াঘাটে মরণঘাতী ট্রলির চাপায় জসিম উদ্দিন নামে ১২ বছরের এক শিশু প্রাণ হারিয়েছে। সোমবার সন্ধ্যায় ১ নং ভূবনকুড়া ইউনিয়নের বাঘাইতলা বাজারের পূর্বপাশে ইন্তার ব্রিজ নামীয় স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলির মালিক বাঘাইতলা গ্রামের আব্দুল করিমের পুত্র মজিবর রহমান (৪৮) ও চালক উত্তর বাঘাইতলা গ্রামের জয়নাল আবেদিনের পুত্র সোহেল (১৯)কে আসামি করে হালুয়াঘাট থানায় মামলা দায়ের করেন নিহতের পিতা মোস্তফা। নিহত জসিমের পিতা মোস্তফা ওরফে কাজল বলেন, আমার ছেলেকে বাঘাইতলা বাজার থেকে ট্রলিতে তুলে ট্রলিচালক হালুয়াঘাট নিয়ে আসে। অতঃপর ইটভর্তি করে হালুয়াঘাট থেকে ফেরার পথে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে শিশু জসিমকে চাপা দেয়। পরে হালুয়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে শিশু জসিম মারা যায়। জানা যায়, শিশু জসিম ঐ ট্রলির উপরই ছিল। নিহত শিশুর পিতা মোস্তফা ট্রলির মালিকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আর এদিকে হালুয়াঘাটে একের পর এক ট্রলি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বেশ কিছু শিশু। ইতিপূর্বে শাকুয়াই ও কুমুরিয়া সড়কেও এ ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু বারবার এ ধরনের দুর্ঘটনা ঘটার পরেও অবৈধ ট্রলির বিরুদ্ধে কোনো প্রকার আইনগত ব্যবস্থা নেয়নি বলে সাধারণ মানুষ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান। মোস্তফা বলেন, যাদের পরোক্ষ সহযোগিতায় এই অবৈধ ট্রলি সড়কে চলাচল করে তাদের বিরুদ্ধে কর্তৃপক্ষ যেন জোরালো ব্যবস্থা গ্রহণ করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status