এক্সক্লুসিভ

ট্রাকের ধাক্কায় ৫ জনের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে ঢাকাগামী একটি ট্রাকের ধাক্কায় দুটি অটোরিকশার চালকসহ ৫ জনের মৃত্যু হয়েছে। আরো একজন মুমূর্ষু অবস্থায় জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার জোরারগঞ্জ থানার ঠাকুরদিঘী বাজারের অটোরিকশা স্টেশনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত অটোরিকশাচালকদের নাম শাহআলম (৪০) ও কামরুল ইসলাম (২৪)। বাকি ৩ যাত্রী দিদারুল আলম (৩৫), মহিউদ্দিন (৬০) ও লিটন (২৬) বলে জানান জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টিপু। তিনি জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে যাত্রী নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়েছিল দুটো অটোরিকশা। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী দ্রুতগামী একটি ট্রাক হঠাৎ চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা দুটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশা দুটি দুমড়ে মুচড়ে গিয়ে ভেতরে আটকা পড়ে চারজন। আরো দুজন ট্রাকের নিচে চাপা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন।
ফায়ার সার্ভিসের চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক জসিম উদ্দিন জানান, দুমড়ে মুচড়ে যাওয়া অটোরিকশা দুটির ভেতর থেকে চারটি লাশ উদ্ধার করে আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি। আরো দুজনকে আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে লিটন নামে এক যাত্রীর মৃত্যু ঘটে। মোশাররফ (২৬) নামে এক যাত্রী বর্তমানে জোরারগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক।
জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) টিপু আরো জানান, স্বজনদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status