বাংলারজমিন

লালমনিরহাট ৬ সেকশনে ২৩টি ট্রেন বন্ধ

লালমনিরহাট প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:১৯ পূর্বাহ্ন

ইঞ্জিন সংকটের কারণে লালমনিরহাট রেলওয়ে বিভাগের ৬টি সেকশনে চলাচলকারী ২৩টি ট্রেন বন্ধ করে দেওয়া হয়েছে। আর বাকি ট্রেনগুলো জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। তবে বর্তমানে চলাচলকারী ট্রেনগুলো যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্ট কর্মকর্তাদের। এ সকল সমস্যা সমাধানের জন্য একাধিকবার চিঠি দেওয়া হলেও কোনো উদ্যোগ নিচ্ছে না রেল মন্ত্রণালয়। জানা যায়, লালমনিরহাট রেল ডিভিশনে ৬টি সেকশনে ১২টি রেল রুট রয়েছে। এগুলো হলো লালমনিরহাট-বুড়িমারী, লালমনিরহাট-তিস্তা-রমনা বাজার, লালমনিরহাট-পার্বতীপুর, লালমনিরহাট-সান্তাহার, পার্বতীপুর-বিরল এবং কাঞ্চন-পঞ্চগড়। সময়সূচি অনুযায়ী এসব রুটে প্রতিদিন ২৪টি মেইল এক্সপ্রেস, ২৬টি লোকাল-মিক্সড এবং ১২টি আন্তনগর এক্সপ্রেস চলাচল করার কথা। কিন্তু ইঞ্জিন সংকটের কারণে একের পর এক ট্রেনগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় সূত্রে জানা যায়, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের লালমনিরহাট ডিভিশনে ৬টি সেকশনে ১২টি রেল রুটে নিয়মিত ৬২টি ট্রেন চলাচল করার কথা থাকলেও ৩৯টি ট্রেন জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। বাকি ২৩টি ট্রেন বন্ধ রয়েছে। ট্রেনগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করতে হলে ৬২টি ইঞ্জিন প্রয়োজন। কিন্তু বর্তমানে রয়েছে মাত্র ৩২টি। এর মধ্যে মেরামতের অযোগ্য হওয়ায় ৬টি ইঞ্জিন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। ৮টি ইঞ্জিন ট্রেন পরিচালনায় ‘অক্ষম’ হওয়ায় সেগুলো স্টেশনে শুধু শান্টিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। বাকি ১৮টি দিয়ে কোনো রকমে ৩৯টি ট্রেন চালানো হচ্ছে। এর মধ্যে ১টি ছাড়া অন্য ১৬টি ইঞ্জিনের মেয়াদোত্তীর্ণ হয়েছে। অন্যদিকে ২৫৪টি পদের বিপরীতে চালক রয়েছে ১৩১ জন। বাকি ১২৩টি পদ শূন্য। লালমনিরহাট বিভাগীয় সহকারী পার্সোনেল অফিসার ও জনসংযোগ কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, লালমনিরহাট রেল বিভাগের কাছে পরিত্যক্ত, অক্ষম ও সচল মিলিয়ে ৩২টি ইঞ্জিন রয়েছে। এর মধ্যে ১৯৬১ সালে আমেরিকা থেকে আনা হয়েছে ১১টি, কানাডা থেকে ১৯৬৯ সালে ৮টি ও ১৯৭৮ সালে ৯টি, ১৯৮১ সালে হাঙ্গেরি থেকে ৩টি এবং সর্বশেষ ২০১৪ সালে দক্ষিণ কোরিয়া থেকে পূর্বাঞ্চলীয় রেলওয়ের চট্টগ্রাম বিভাগের জন্য আনা ১টি ইঞ্জিন পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের লালমনিরহাট বিভাগকে দেওয়া হয়েছে। সাধারণত প্রতিটি ইঞ্জিনের ‘ইকোনমিক আয়ুষ্কাল’ ধরা হয় ২০ বছর। অথচ ১১টির বর্তমান বয়স ৫৭ বছর, ৮টির ৪৯ বছর, ৯টির ৪০ বছর, ৩টির ৩৭ বছর এবং সর্বশেষ পাওয়া ইঞ্জিনটির বয়স ৪ বছর। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় চিফ পাওয়ার (লোকোমোটিভ) কন্ট্রোলার আদম আলী জানান, আমেরিকার ১১টি ও হাঙ্গেরির ৩টি ইঞ্জিন ট্রেন পরিচালনার জন্য অনুপযোগী হয়ে পড়েছে। কেবল কানাডার ১৭টি ও দক্ষিণ কোরিয়ার ১টি দিয়ে কোনো রকমে ট্রেন চলছে। দ্রুত সমস্যার সমাধান করা না হলে যেকোনো সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যেতে পারে। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার (ডিআরএম) মোস্তাফিজার রহমান জানান, লোকোমোটিভের জরুরি প্রয়োজন। বিষয়টি জানিয়ে নিয়মিত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠিও দেওয়া হচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status