বাংলারজমিন

ভোলায় আইনজীবীদের আদালত বর্জন

ভোলা প্রতিনিধি

২৬ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৮:১৭ পূর্বাহ্ন

ভোলার অতিরিক্ত জজ আদালত চরফ্যাশনে স্থানান্তরিত হওয়ার প্রতিবাদে ৩ দিনের মানববন্ধন কর্মসূচির পর এবার কোর্ট বর্জন করে আদালত ভবনের সামনের রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করছেন ভোলা বারের আইনজীবীরা। আইনজীবীদের এই কর্মসূচিতে ভোলার সর্বস্তরের মানুষ একমত পোষণ করে তারাও কর্মসূচিতে যোগ দিয়েছেন। সকাল ১০টায় বার ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হলে ভোলা আইনজীবী করণিক সমিতির নেতৃবৃন্দসহ করণিকরা একাত্মতা পোষণ করে কর্মসূচিতে যোগ দেন। ভোলা বারের সভাপতি ওবায়দুর রহমান শাহজাহানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সম্পাদক ও জিপি নুরুল আলম নুরনবী, আওয়ামী আইনজীবী পরিষদের সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ ভোলার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ। সভাপতি ওবায়দুর রহমান শাজাহান সাংবাদিকদের বলেন, বাংলাদেশের কোথায় কোন আদালত থাকবে তা সংবিধানে লেখা আছে, কিন্তু একজন ব্যক্তির খামখেয়ালিতে নজিরবিহীন ভাবে এই অবৈধ কাজটি করেছেন। আইনমন্ত্রী আমাদের জানিয়েছেন এ আদেশ বাতিল করেছেন কিন্তু আমরা কোনো লিখিত কাগজ পাইনি। যতক্ষণ পর্যন্ত অবৈধ আদেশ বাতিল না হবে ততোদিন আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে ভোলার আইনজীবীদের আদালত বর্জনের ঘটনায় সীমাহীন দুর্ভোগে পড়েছেন আদালতে আসা বিচার প্রার্থীরা। গতকাল আদালতের ভেতরে প্রশাসনিক কাজ ছাড়া কোনো প্রকার বিচারিক কর্মকাণ্ড না হওয়ায় এ দুর্ভোগে পড়তে হয়েছে বলে জানিয়েছেন লালমোহন উপজেলা থেকে আসা মামলার বাদী রাশিদা বেগম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status