খেলা

শেহজাদের সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে আফগানদের পুঁজি ২৫২

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৫:৫৫ পূর্বাহ্ন

মোহাম্মদ শেহজাদের সেঞ্চুরিতে ভারতকে ২৫৩ রানের টার্গেট দিল আফগানিস্তান। এশিয়া কাপের সুপার ফোর পর্বে এটাই দুইদলের শেষ ম্যাচ। টানা দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে ভারত। আর টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় আফগানরা। রোহিত শর্মা বিশ্রামে থাকায় প্রায় দুই বছর পর অধিনায়কের দায়িত্ব ওঠে মহেন্দ্র সিং ধোনির কাঁধে। ভারতের ওয়ানডে অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচের মাইলফলক স্পর্শ করেন তিনি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ধোনির মাইলফলকের ম্যাচে ব্যাট হাতে ঝড় তোলেন আফগান ওপেনার শেহজাদ। ১১৬ বলে ১২৪ রানের থামেন তিনি। তাতে ছিল ১১টি চার ও ৭টি ছক্কার মার। ৮৮ বলে তিন অঙ্কের ঘরে প্রবেশ করেন শেহজাদ। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম শতক। আর টুর্নামেন্টের পঞ্চম সেঞ্চুরি উদযাপনের আগে ব্যক্তিগত ৯৩ রানে জীবন পান শেহজাদ। খলিল আহমেদের বলে কট বিহাইন্ডের সিদ্ধান্ত দেন আম্পায়ার। রিভিও নিয়ে বেঁচে যান শেহজাদ। রিপ্লেতে দেখা যায়, বল ব্যাটের কানায় স্পর্শ করেনি। কাঁধে লেগে মহেন্দ্র সিং ধোনির গ্লাভসে যায়। ব্যক্তিগত ৪৯ রানে মিড-অফে শেহজাদের ক্যাচ ছাড়েন আম্বাতি রাইডু। আর ১ রান নিয়ে ৩৭ বলে অর্ধশতক পূরণ করেন আফগান ওপেনার। নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক আসগর আফগান। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ত্রিশ বছর বয়সী শেহজাদ। ৬৫ রানের ওপেনিং জুটিতে জাভেদ আহমাদির ব্যাট থেকে আসে মাত্র ৫ রান (৩০ বলে)। এরপর ১ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানিস্তান। দলীয় সংগ্রহ ৮১/১ থেকে হয়ে যায় ৮২/৪। দুইটি করে উইকেট নেন রবিন্দ্র জাদেজা ও কুলদীপ যাদব। গুলবাদিন নায়েবকে (১৫) নিয়ে পঞ্চম উইকেট জুটিতে ৫০ রান যোগ করেন শেহজাদ। মোহাম্মদ নবীর সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে আসে ৪৮ রান। ৩৮তম ওভারে শেহজাদের বিদায়ে আফগানদের সংগ্রহ দাঁড়ায় ৬ উইকেটে ১৮০। নাজিবুল্লাহ জাদরানকে (২০) নিয়ে সপ্তম উইকেটে ৪৬ রানের জুটি গড়েন নবী। ৪৮তম ওভারে আউট হওয়ার আগে নবীর ব্যাট থেকে আসে ৫৬ বলে ৬৪ রান। রশিদ খান ১২ ও আফতাব আলম ২ রানে অপরাজিত থাকেন। আর দলীয় সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ২৫২ রান। এ ম্যাচে নিয়মিত একাদশের পাঁচজনকে বিশ্রাম দেয় ভারতের টিম ম্যানেজমেন্ট। দুই ওপেনার রোহিত শর্মা ও শিখর ধাওয়ানের পাশাপাশি বিশ্রাম পান পেসার ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ ও স্পিনার যুজভেন্দ্র চাহাল। রোহিতের অনুপস্থিতিতে ৬৯৬ দিন পর অধিনায়কত্ব পান মহেন্দ্র সিং ধোনি। এ ম্যাচে ভারতের হয়ে ওয়ানডে অভিষেক হয় একটি টি-টোয়েন্টি খেলা পেসার দীপক চাহারের। একাদশে সুযোগ পাওয়া বাকি চারজন হলেন লোকেশ রাহুল, মানিশ পান্ডে, খলিল আহমেদ ও সিদ্ধার্থ কাউল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status