এক্সক্লুসিভ

সরকারি হলো আরো ৪৩ স্কুল

স্টাফ রিপোর্টার

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৪০ পূর্বাহ্ন

দেশের বিভিন্ন জেলার আরো ৪৩টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়েছে। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়েছে, এসব প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষক অন্যত্র বদলি হতে পারবেন না। নির্দেশনায় আরো বলা হয়েছে, এ নির্দেশনা জারি হওয়ার দিন থেকে শিক্ষকরা সব ধরনের সরকারি সুবিধা পাবেন। বিদ্যালয়গুলো হলো- চট্টগ্রামের লোহাগাড়ার দক্ষিণ সাতকানিয়া গোলাম বারী মডেল উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ বাহুবলের দীননাথ ইনস্টিটিউশন, সাতকাপন মডেল হাইস্কুল, কক্সবাজারের পেকুয়া মডেল জিএমসি ইনস্টিটিউশন, লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, ঝিনাইদহের মহেশপুর উপজেলার মহেশপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের শার্শার শার্শা পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, যশোরের বাঘারপাড়ার বাঘারপাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, রংপুরের গংগাচড়ার গংগাচড়া মডেল উচ্চ বিদ্যালয়, বরিশালের উজিরপুর ডব্লিউবি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশন, গৌরনদীর গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, মুলাদীর মুলাদী 
মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট কচুয়া সিএস পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়, বরিশাল আগৈরঝাড়ার গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়, বাবুগঞ্জের বাবুগঞ্জ পাইলট মাধ্যমিক বিদ্যালয়, পাবনার ঈশ্বরদী সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভোলার চরফ্যাশনের চরফ্যাশন টি. ব্যারেট মডেল মাধ্যমিক বিদ্যালয়, ভোলা মনপুরার হাজীরহাট মডেল মাধ্যমিক বিদ্যালয়, নওগাঁ মহাদেবপুররের জাহাঙ্গীরপুর বালিকা বিদ্যালয় ও কলেজ, পোরশা নিতপুর মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, পাবনার আটঘরিয়ার আটঘরিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, নারায়ণগঞ্জ বন্দর হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুরের ভাঙ্গার ভাঙ্গা মডেল পাইলট বিদ্যালয়, পটুয়াখালী গলাচিপার গলাচিপা মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী বাউফলের বাউফল মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী কলাপাড়ার খেপুপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়, রাজশাহীর বাঘার আড়ানী মনোমোহিনী উচ্চ বিদ্যালয়, ঠাঁকুরগাঁও হরিপুর পাইলট উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহ ফুলপুরের ফলপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার কমলগঞ্জের কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, জামালপুর ইসলামপুরের ইসলামপুর নেকজাহান পাইলট মডেল হাইস্কুল, বাগেরহাটের কচুয়ার সিএস পাইলট মডেল মধ্যমিক বিদ্যালয়, টাঙ্গাইল ধনবাড়ীর ধনবাড়ী নওয়াব ইনস্টিটিউশন, কালীহাতীর কালীহাতী আরএস পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মির্জাপুরের মির্জাপুর এসকে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার রাজনগর শহীদ সুদর্শন উচ্চ বিদ্যালয়, রাঙ্গামাটির ভঘাইছড়ি কাচালং মডেল উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহের ধোবাউড়ার ধোবাউড়া বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের পার্বতীপুরে বঙ্গবন্ধু উচ্চ বিদ্যাল চট্টগ্রামের রাউজানে রাউজান আরআর এসি মডেল হাইস্কুল, রংপুর পীরগাছার পীরগাছা জেএন মডেল উচ্চ বিদ্যালয়, দিনাজপুরের কাহারোল মাগুরার শালিখা আড়পাতা আইডিয়াল হাইস্কুল। পুরনো, প্রকল্পভুক্ত ও নতুন জাতীয়করণ মিলে সারা দেশে বর্তমানে ৬১৫টি বিদ্যালয় রয়েছে। এর মধ্যে সরকারীকরণ প্রক্রিয়া শুরুর আগে সারা দেশে পুরনো সরকারি হাইস্কুলের সংখ্যা ছিল ৩১৭টি। আর প্রকল্পের মাধ্যমে ১৪টি স্কুল তৈরি করা হয়। অন্যদিকে জাতীয়করণকৃত বিদ্যালয়ের সংখ্যা ২৪৩টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status