খেলা

অথচ বোলিংই করতে পারছিলেন না মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৩৯ পূর্বাহ্ন

প্রচণ্ড গরমে পায়ের পেশি ধরে আসছিল। ১০ ওভারের বোলিং স্পেলও শেষ করতে পারেননি। কিন্তু দলের প্রয়োজনের সময়ই ঘুরে দাঁড়ান মোস্তাফিজুর রহমান। শেষ ওভারে জয়ের জন্য আফগানিস্তানের দরকার ছিল ৮ রান। হাতে ৪ উইকেট। দুর্দান্ত বোলিংয়ে ৪ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে রোমাঞ্চকর এক জয় উপহার দেন মোস্তাফিজ। আর আফগানদের বিদায় করে এশিয়া কাপের ফাইনালের লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ। অথচ একটা সময়ে বোলিংই করতে পারছিলেন না মোস্তাফিজ। ডিহাইড্রেশনে ক্র্যাম্প করতে শুরু করে পায়ের পেশি। ৪৬তম ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলের পরই সবাইকে ভয় পাইয়ে দিয়েছিলেন মোস্তাফিজ। পেশিতে টান অনুভব করেন। মাঠে ছুটে আসেন ফিজিও। কিছু সময় পর মোস্তাফিজ ওঠে দাঁড়ান এবং মুখে ছিল হাসি। স্বস্তি পান বাংলাদেশ সমর্থকরা। রানআপ কমিয়ে এরপর তিন ওভারের স্পেল শেষ করেন। ৯ ওভারে ১ মেডেনে ৪৪ রান খরচায় ২ উইকেট নেন ‘কাটার মাস্টার’ খ্যাত মোস্তাফিজ। নিজের ৫ ওভার শেষেই অনেকটা হাল ছেড়ে দিয়েছিলেন তিনি। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে বলেও ফেলেন, ‘ভাই আর পারবো না।’ কিন্তু হাল ছাড়েননি মাশরাফি। মোস্তাফিজকে উজ্জীবিত করেই বের করে আনেন ম্যাচ জেতানো পারফরম্যান্স। ম্যাচের পঞ্চম ওভার থেকে প্রথম স্পেলে ৩ ওভার বোলিং করেন মোস্তাফিজ। ম্যাচের ৩৪তম ওভারে আবার তাকে বোলিংয়ে আনেন মাশরাফি। সেই স্পেলেই ২ ওভার করার পর ক্র্যাম্প করতে থাকে পায়ে। মাশরাফি তখন থেকেই বলতে থাকেন, যে করেই হোক বোলিং চালিয়ে যেতে হবে। দ্বিতীয় স্পেলেও ৩ ওভার বোলিং করেন মোস্তাফিজ। শেষ ওভারের দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজকে জাদুকর বলে আখ্যা দেন মাশরাফি। বলেন, ‘শেষ সময়টায় মোস্তাফিজ যেন একজন ম্যাজিশিয়ান ছিল। এ রকম অনেক কাছাকাছি ব্যবধানের ম্যাচ হেরেছি আমরা।’ মোস্তাফিজকে প্রশংসায় ভাসান ম্যাচসেরা মাহমুদুল্লাহ রিয়াদ। চাপের মুখে ৭৪ রানের ইনিংস খেলা এই অভিজ্ঞ ব্যাটসম্যান বলেন, ‘মোস্তাফিজের শেষ ওভারের বোলিংটাকেই টার্নিং পয়েন্ট বলবো। আমাদের জুটি (ইমরুল কায়েসের সঙ্গে ১২৮ রানের ষষ্ঠ উইকেট জুটি) হয়তো গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শেষ ওভারে ৬ বলে
৮ রান আটকানো সহজ নয়। মোস্তাফিজ যেভাবে বোলিং করেছে, সেটা ছিল অসাধারণ।’ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোস্তাফিজ। আবুধাবির  শেখ জায়েদ স্টেডিয়ামে নিজের শেষ ওভারের সময়গুলো জীবনের অন্যতম সেরা মুহূর্ত হিসেবে দেখছেন তিনি। টুইট বার্তায় মোস্তাফিজ লেখেন, ‘গতকাল (রোববার) ওটা ছিল আমার ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। মুহূর্তটি বর্ণনা করার মতো ভাষা আমার জানা নেই। আপনাদের সবার ভালোবাসা পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status