খেলা

এশিয়া কাপে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন শাহজাদ

স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৯:৩৮ পূর্বাহ্ন

এশিয়া কাপ আসর চলাকালে ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন আফগানিস্তানের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। তবে সেটা তিনি সঙ্গে সঙ্গেই জানিয়ে দিয়েছেন টিম ম্যানেজম্যান্টকে। শাহজাদকে অবশ্য এশিয়া কাপে কিছু করতে বলেনি জুয়াড়িরা। আগামী ৫ই অক্টোবর শুরু হচ্ছে ঘরোয়া টি-টোয়েন্টি আসর আফগান প্রিমিয়ার লীগ। এবারই প্রথমবারের মতো বসছে আসরটি। এই আসরেই স্পট ফিক্সিংয়ের জন্য প্রস্তাব দেয়া হয়েছে শাহজাদকে। শাহজাদ প্রস্তাব পেয়ে টিম ম্যানেজম্যান্টকে জানিয়েছেন। তারা সেটা জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের  (আইসিসি) এন্টি করাপশন ইউনিটকে। এখন আইসিসিই পুরো বিষয়টির তদন্ত করবে। আফগান প্রিমিয়ার লীগে শাহজাদের দলের নাম পাকতিয়া। আসরে খেলবেন মুশফিকুর রহীম, তামিম ইকবাল, ক্রিস গেইল, শহীদ আফ্রিদি, আন্দ্রে রাসেল, ব্রেন্ডন ম্যাককালামের মতো তারকা ক্রিকেটাররা। আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি এশিয়া কাপে একটা প্রস্তাব পাওয়ার কথা জানা গেছে। তবে সেটা তাদের (আফগানিস্তান) নিজস্ব টি-টোয়েন্টি লীগের জন্য। এন্টি করাপশন ইউনিট সেটা খতিয়ে দেখছে।’ গতকাল দুবাইয়ে গণমাধ্যমকে আইসিসির এন্টি করাপশন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল জানান, গত ১২ মাসে কমপক্ষে পাঁচজন আন্তর্জাতিক অধিনায়ক ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছেন। তাদের মধ্যে চারজন পূর্ণ সদস্য দেশের। একমাত্র পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আহমেদ তার প্রস্তাব পাওয়ার বিষয়টি জনসম্মুখে প্রকাশ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status