বিনোদন

আলম খান ও এ্যান্ড্রু কিশোরের উদ্যোগে ‘অপ্রকাশিত সৈয়দ হক’

স্টাফ রিপোর্টার

২৫ সেপ্টেম্বর ২০১৮, মঙ্গলবার, ৮:৪৯ পূর্বাহ্ন

সব্যসাচী লেখক ও কবি সৈয়দ শামসুল হক মৃত্যুর দু’দিন আগে হাসপাতালের কেবিনে প্লে-ব্যাক সম্রাট এ্যান্ড্রুু কিশোরকে তার অপ্রকাশিত কিছু গানের দায়িত্ব দিয়ে যান এবং গানগুলো সুর করার জন্য আলম খানের কথা বলেন। সেই দায়িত্ব কাঁধে নিয়ে আলম খান ও এ্যান্ড্রু কিশোর সৈয়দ হকের অপ্রকাশিত গানগুলো শ্রোতাদের কাছে যথাযথভাবে পৌঁছানোর উদ্যোগ নিয়েছেন। তাদের এই উদ্যোগের সঙ্গে পাশে রয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা। এরইমধ্যে একটি গানের রেকর্ডিংয়ের কাজ শেষ হয়েছে। গানটির শিরোনাম হচ্ছে ‘অপ্রকাশিত সৈয়দ হক-১’। গানের কথা হচ্ছে ‘ফুলের গন্ধের মতো থেকে যাবো তোমার রুমালে’। গানটি প্রসঙ্গে আলম খান বলেন, আমি সম্পূর্ণ আবেগ দিয়ে গানটির সুর-সংগীতায়োজন করেছি। গানটির মুখ আমি বেশ কয়েক রকমের করেছি। সেখান থেকে একটি রেখেছি। অন্তরায় প্রথম লাইনের পর দ্বিতীয়বারের সুরটি ইমপ্রোভাইজ করা যা আমার জীবনে প্রথম। এই গানে যখন এ্যান্ড্রু কণ্ঠ দিয়েছে তখন আমি সেই কিশোরকেই খুঁজে পেয়েছি যাকে আমি শুরুতে পেয়েছিলাম। অসাধারণ গেয়েছে এ্যান্ড্রু। আমার সুর করা কোনো গানই আমি এতবার শুনিনি কখনো। প্রতিদিন রাতে ঘুমানোর আগে আমি এই গানটি শুনে তারপর ঘুমাই। হক ভাইয়ের লেখা গান ও কবিতা নিয়ে আমার এবং এ্যান্ড্রু কিশোরের এই উদ্যোগ ধারাবাহিকভাবে চলতে থাকবে। এ্যান্ড্রু কিশোর বলেন, হক ভাই মারা যাওয়ার দু’দিন আগে আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। সেখানেই তিনি তার লেখা কয়েকটি গান আমাকে গাইতে বলেন এবং গানগুলোর সুর করার জন্য আমার গুরু আলম ভাইয়ের কথা বলেন। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু এই গান করতে গিয়ে বারবারই মনে হয়েছে হক ভাই আমাদের মাঝে বেঁচে আছেন। হক ভাইয়ের লেখা গান বুঝতে হলে অনেক সময় লাগে। কয়েকবার পড়ার পর তা বোঝা যায়। হক ভাইকে দেয়া কথা আমি রাখতে পেরেছি এটাই অনেক ভালোলাগার বিষয়। কারণ তার লেখা ‘হায়রে মানুষ’ গানটি গেয়েই আমি জীবনে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাই। আমার গাওয়া গান আমি নিজে এতবার শুনিনি এই গানটি যতবার শুনেছি। উল্লেখ্য, সৈয়দ শামসুল হকের লেখা আলম খানের সুরে এ্যান্ড্রুু কিশোরের বিখ্যাত গানগুলোর মধ্যে কয়েকটি হচ্ছে ‘ভুলি নাই তোমাদের মতো’, ‘হায়রে মানুষ’, ‘চাঁদের সাথে আমি দেবো না’, ‘কারে বলে ভালোবাসা’, ‘আমি চক্ষু দিয়া’, ‘তোরা দেখ দেখ’ ইত্যাদি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status