অনলাইন

মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম সলিহ

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৭:৩২ পূর্বাহ্ন

মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী দলের প্রার্থী ইব্রাহিম মোহামেদ সলিহ জয়ী হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। সোমবার বিবিসির বরাত দিয়ে জানা যায়, প্রাথমিক ফলাফলে বর্তমান প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে পরাজিত করে নির্বাচনে জিতেছেন ইব্রাহিম মোহামেদ সলিহ। ইব্রাহিম সলিহ পেয়েছেন ১ লাখ ৩৪ হাজার ৬১৬ ভোট এবং আবদুল্লা ইয়ামিন পেয়েছেন ৯৬ হাজার ১৩২ ভোট। আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা ৩০শে সেপ্টেম্বর করা হলেও ইতিমধ্যেই ইব্রাহিমের সমর্থকেরা জয় উদযাপনে রাস্তায় নেমে পড়েছেন।


নির্বাচনের এই ফলাফলকে যুক্তরাষ্ট্র ও ভারত স্বাগত জানিয়েছে। এমনকি দেশটির সাবেক প্রেসিডেন্ট নির্বাসিত মোহামেদ নাশিদ তার টুইটারে ইব্রাহিমকে অভিনন্দনও জানান।

ইব্রাহিম প্রেসিডেন্ট ইয়েমেনকে ‘জনরায় মেনে নেওয়ার’ আহ্বান জানিয়ে বলেন, ‘এটা এখন পরিষ্কার যে মালদ্বীপের জনগণ পরিবর্তন, শান্তি ও ন্যায়বিচার চায়।’

প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়া ইব্রাহিম সলিহ মালদ্বীপের অন্যতম প্রবীণ রাজনীতিক, যিনি বছরের পর বছর ধরে দেশে গণতান্ত্রিক সংস্কারের দাবি জানাচ্ছেন। ২০১১ সাল থেকে এমডিপির হয়ে সংসদে প্রতিনিধিত্ব করা ইব্রাহিমের জোটে রয়েছে জুমহরি পার্টি ও আদহালাথ পার্টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status