খেলা

বাংলাদেশের ইতিহাসে যেখানে মাশরাফিই প্রথম

স্পোর্টস ডেস্ক

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ১২:৩৬ অপরাহ্ন

আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে ব্যক্তিগত মাইলফলক ছুঁয়েছেন মাশরাফি বিন মুর্তজা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। ৯ ওভারে ৬২ রানে নিয়েছেন গুরুত্বপূর্ণ ২ উইকেট। নিজের তৃতীয় স্পেলে বোলিংয়ে এসে আসগর আফগান ও হাসমতউল্লাহ শাহিদীর উইকেট নেন। এই দুই উইকেট নিয়ে প্রথম বাংলাদেশি বোলার হিসেবে ওয়ানডেতে ২৫০ উইকেট পাওয়ার কীর্তি গড়ছেন নড়াইল এক্সপ্রেস। নামের পাশে ২৪৫ উইকেট নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন মাশরাফি। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার ওপেনার উপল থারাঙ্গা ও ধনাঞ্জয়া ডি সিলভার উইকেট পেয়েছিলেন। পরের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে উইকেটশূন্য ছিলেন।

ভারতের বিপক্ষে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে মাশরাফি পকেটে পুরেন মাহেন্দ্র সিং ধোনির উইকেট। আড়াইশ উইকেটের মাইলফলকে পৌঁছতে আজ ২ উইকেট লাগত মাশরাফির। ওয়ানডেও বাংলাদেশের হয়ে সবচেকে বেশি উইকেট মাশরাফির। আন্তর্জাতিক ক্রিকেটে আড়াইশ উইকেট পেলেও বাংলাদেশর হয়ে মাশরাফির শিকার ২৪৯ উইকেট। এশিয়া একাদশের হয়ে বিশ্ব একাদশের বিপক্ষে খেলায় এক উইকেট পেয়েছিলেন ৩৪ বছর বয়সি এ পেসার। বারবার ইনজুরিতে পরা সত্ত্বেও মাশরাফি নিজের ক্যারিয়ার গুছিয়েছেন দারুণভাবে। বল হাতে দ্যুতি ছড়িয়ে বাংলাদেশকে উৎসবের একাধিক উপলক্ষ এনে দিয়েছেন।

রঙিন পোশাকে তাই এখনও মাশরাফি বাংলাদেশের সেরা পেসার। বিশ্ব ক্রিকেটে ডানহাতি পেসারদের তালিকায় মাশরাফি খুব পিছিয়ে নেই। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় রয়েছেন ১৪ নম্বরে। সেরা দশের পর তার ওপরে রয়েছেন কপিল দেব (২৫৩), মাখায়া এনটিনি (২৬৬), জেমস অ্যান্ডারসন (২৬৯) ও আব্দুর রাজ্জাক (২৬৯)। ২০১৯ বিশ্বকাপ পর্যন্ত খেলার পরিকল্পনা মাশরাফির। পুরোপুরি ফিট হয়ে খেলতে পারলে মাশরাফির পক্ষে  সেরা দশে যাওয়া কঠিন নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status