দেশ বিদেশ

বিনামূল্যে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্যবীমা চালু করলো ভারত

কলকাতা প্রতিনিধি

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৩ পূর্বাহ্ন

বিশ্বের সবচেয়ে বড় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি চালু করেছে ভারত সরকার। ১০ কোটিরও বেশি পরিবারের জন্য এই বিনামূল্যে স্বাস্থ্যবীমা প্রকল্পের উদ্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর ফলে প্রায় ৫০ কোটি দরিদ্র মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন। ‘আয়ুষ্মান ভারত’ নামের এই স্বাস্থ্য প্রকল্পে বিনামূল্যে পাঁচ লাখ রুপির স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ১০ কোটির বেশি পরিবার। উপকৃত হবেন গরিব ও নিম্নবিত্তরা। আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গেই বিলুপ্ত হয়ে গেছে ২০০৮ সালে চালু হওয়া ইউপিএ জমানার রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমাযোজনা। নতুন প্রকল্পে পরিবারের সব সদস্য মিলে বছরে পাঁচ লাখ টাকার স্বাস্থ্যবীমা পাবেন। এর জন্য কোনো প্রিমিয়াম দিতে হবে না কোনো পরিবারকে। সরকারি ও নির্ধারিত বেসরকারি হাসপাতালগুলোতে নথিপত্র ছাড়াই ‘ক্যাশলেস’ সুবিধা পাবেন প্রকল্পের আওতাভুক্ত পরিবার। নথিভুক্তির কোনো প্রযোজন হবে না। ২০১১ সালের জনগণনার ভিত্তিতে স্বাভাবিকভাবেই সুবিধা মিলবে। প্রমাণপত্র হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড থাকলেই হবে। তবে সমালোচকদের মতে, নির্বাচনের দিকে তাকিয়ে পর্যাপ্ত তহবিল ছাড়াই তাড়াহুড়ো করে এই প্রকল্প চালু করা হয়েছে। উল্লেখ্য, ভারত তাদের জিডিপির মাত্র এক শতাংশ স্বাস্থ্য খাতে ব্যয় করে থাকে, যা বিশ্বে সবচেয়ে কম। তবে, মোদির এই স্বাস্থ্যবীমা প্রকল্প প্রাথমিকভাবে ভারতের ২৭টি রাজ্যে চালু করা হবে। কেন্দ্রীয় সরকার এই খরচের ৬০ শতাংশ বহন করবে। আর ৪০ শতাংশ বহন করবে রাজ্য সরকার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status