দেশ বিদেশ

এস কে সিনহা সম্পূর্ণ মিথ্যা বলছেন: আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:৫২ পূর্বাহ্ন

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক সাবেক বিচারপতি এস কে সিনহাকে উদ্দেশ্য করে বলেছেন, ‘তিনি পদত্যাগ করেছেন তার কারণ হচ্ছে, তার সঙ্গে আপিল বিভাগের যে ব্রাদার্স জজ ছিলেন তারা তার সঙ্গে বসতে, আদালত চালাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। কেন অস্বীকৃতি জানিয়েছিলেন? কারণ তিনি দুর্নীতিবাজ। যখন তারা বারবার বলেছেন আপনার সঙ্গে আর বসবো না। তখনই অন্য উপায় না পেয়ে পদত্যাগ করেছেন। এখন পদত্যাগের প্রায় এক বছর পরে তিনি এসে এ নতুন গল্প সৃষ্টি করেছেন। এটা আমি আগেও বলেছি এবং এখনো বলছি যে, এটা হচ্ছে একজন পরাজিত ব্যক্তির হা-হুতাশ।’ রোববার বিকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে আয়োজিত জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির অভিষেক ও নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, ‘এ কথাও আসতে পারে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ থাকা সত্ত্বেও কোনো মামলা এখন পর্যন্ত হয়নি। আমরা কিন্তু সব সময় বলে আসছি আইন সবার ঊর্ধ্বে। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, স্বাধীন দুর্নীতি কমিশন সেটা খতিয়ে দেখছে। তারা যখন তার বিরুদ্ধে মামলা করবেন তখনই মামলা হবে। সেখানে আমরা কোনো হস্তক্ষেপ করবো না। শেষ কথা আমি বলতে চাই, তিনি আজ যা বলছেন তা সম্পূর্ণ মিথ্যা।’ অনুষ্ঠানে জেলা আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোহসিন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জের স্থানীয় এমপি এ কে এম সেলিম ওসমান, এ কে এম শামীম ওসমান, নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বেগম বাবলী, আইন, বিচার ও সংসদ বিষয়ক সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব (প্রশাসন-১) বিকাশ কুমার সাহা,  জেলা প্রশাসক রাব্বি মিয়া, জেলা পুলিশ সুপার আনিসুর রহমান বিপিএম, পিপিএম (বার), জেলা ও দায়রা জজ মোহাম্মদ আনিসুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফয়সাল আতিক বিন কাদের, জেলা বারের সাবেক সভাপতি ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status