বাংলারজমিন

আশুলিয়ায় সিম্ফনি মুঠোফোনের যাত্রা শুরু

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২৪ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:০২ পূর্বাহ্ন

সাভারের আশুলিয়ার জিরাবোতে সিম্ফনির নবনির্মিত মুঠোফোন কারখানা এডিসন ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়েছে। মন্ত্রী বলেন, সিম্ফনি মোবাইল ফোন উৎপাদন কারখানা উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের সঙ্গী হলো। গতকাল দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে কারখানাটির উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী প্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার। উদ্বোধন শেষে মোস্তাফা জব্বার সিম্ফনি মুঠোফোন কারখানার উৎপাদন, গবেষণা, উন্নয়ন, মাননিয়ন্ত্রণ বিভাগ ও টেস্টিং ল্যাব ঘুরে দেখেন। এর আগে কারখানায় পৌঁছলে মন্ত্রীকে স্বাগত জানান এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশীদ, ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ এবং এডিসন ইন্ডাস্ট্রিজ এর ডিরেক্টর এসএম মোর্শেদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জহুরুল হক। প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছা ছিল বাংলাদেশেই মোবাইল ফোন উৎপাদন হবে। সিম্ফনি মোবাইল ফোন উৎপাদন কারখানা উদ্বোধনের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের নতুন অধ্যায়ের সূচনার পাশাপাশি প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণের সঙ্গী হলো।

 স্বাধীনতার পর শূন্য হাতে যাত্রা শুরু করে বাংলাদেশ আজকে উৎপাদক এবং রপ্তানিকারক হিসেবে আত্মপ্রকাশ করেছে। সিম্ফনি মুঠোফোন কারখানার নবযাত্রার মধ্য দিয়ে বিদেশ নির্বরতা যুগের সমাপ্তি ঘটেছে। এ ছাড়া ডিজিটাল আইন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আইনটি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। এটি যুক্তিসঙ্গত বলেই প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী এবং কমিটির সিদ্ধান্ত মতেই কিছুটা পরিবর্তন আনা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে গণমাধ্যম বা কারো স্বাধীন মত প্রকাশ হরণ করার জন্য নয়, এই আইন ডিজিটাল অপরাধ দমনের জন্য, যা সকল নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহীদ বলেন, বাংলাদেশ সরকার মোবাইলফোন কারখানা করার অনুমোদন দিলে আমরা ‘এ’ ক্যাটাগরি কারখানার জন্য আবেদন করি এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) আবেদন মঞ্জুর করে। সিম্ফনির কারখানায় আন্তর্জানিক মানের হ্যান্ডসেট উৎপাদনে আমরা বদ্ধপরিকর এবং ডিজিটাল বাংলাদেশের অগ্রযাত্রায় আমাদের এই প্রয়াস সহায়ক ভূমিকা পালন করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status