খেলা

ইমরুল-সৌম্যকে ডাকায় অবাক সাকিবও

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১২:৩৩ অপরাহ্ন

ওপেনিংয়ে টানা তিন ম্যাচ ব্যর্থ হয়েছেন লিটন কুমার দাস। তামিম ইকবাল ইনজুরিতে পড়ে দেশে ফেরায় তার বদলে দুই ম্যাচে লিটনের সঙ্গী হন নাজমুল হোসেন শান্ত। এবারের এশিয়া কাপের ওয়ানডে অভিষেক হয়েছে তার। তবে হতাশ করেছেন তিনি টানা দুই ম্যাচ। এশিয়া কাপে ওপেনিং সমস্যা তাই ভোগাচ্ছে বাংলাদেশ দলকে। সমস্যা নিরসনে তাই হঠাৎ করেই সৌম্য সরকার ও ইমরুল কায়েসকে ডাকা হয়েছে এশিয়া কাপের দলে। কিন্তু সাকিব আল হাসানের কাছে ডাকার এই প্রক্রিয়া অস্বাভাবিক মনে হচ্ছে। শুক্রবার ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালেই সৌম্য ও ইমরুলকে দলে ডাকার কথা সংবাদ মাধ্যমকে জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ম্যাচশেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বলেছিলেন, তিনি এই দুই ক্রিকেটারের অন্তর্ভুক্তির খবর জানেন না। তার সঙ্গে পরামর্শ হয়নি। হঠাৎই দুই ক্রিকেটারকে দলে নেয়ার প্রক্রিয়া নিয়ে একই রকম ছিল মাশরাফিরও। শনিবার সাকিবকেও কথা বলতে হলো সৌম্য ও ইমরুলকে দলে নেয়া প্রসঙ্গে। সাকিব প্রথমে একটু ভাবলেন। তারপর বললেন, একটু অস্বাভাবিক। কারণ এমনটি সাধারণত হয় না। তবে দলের প্রয়োজনে যেকোনো পরিস্থিতিতে কোনো সিদ্ধানতো হতেই পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status