খেলা

কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১২:১১ অপরাহ্ন

রিয়াল মাদ্রিদের বিপক্ষে দারুণ লড়াই করেছে এস্পানিওল। কিন্তু মার্কো আসেনসিওর একমাত্র গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ হুলেন লোপেতেগির দল। সান্তিয়াগো বার্নাব্যুতে শনিবার লা লিগার ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। গত সপ্তাহে আথলেটিক বিলবাওয়ের মাঠে ১-১ গোলে ড্র করেছিল স্পেনর সফলতম দলটি। গত ফেব্রুয়ারিতে লীগে এস্পানিওলের মাঠে ১-০ গোলে হেরেছিল রিয়াল। এদিন ম্যাচের শুরু থেকে অধিকাংশ সময় বল দখলে রেখে আক্রমণে ওঠার চেষ্টা করলেও প্রতিপক্ষের সীমানায় ঠিক সুবিধা করতে পারেনি রিয়াল। উল্টো ৩৫তম মিনিটে গোল খেতে বসেছিল তারা। প্রতি আক্রমণে ফাঁকা জায়গায় বল পেয়েছিলেন এর্নান পেরেস। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে সুযোগটি নষ্ট করেন প্যারাগুয়ের এই ফরোয়ার্ড। ৪১তম মিনিটে আসে পার্থক্য গড়ে দেয়া গোল। করিম বেনজেমাকে লক্ষ্য করে লুকা মদ্রিচের বাড়ানো বল প্রতিপক্ষের পায়ে লেগে ফাঁকায় পেয়ে যান আসেনসিও। কোনাকুনি শটে জাল খুঁজে নেন এই স্প্যানিয়ার্ড মিডফিল্ডার। আসেনসিও অফসাইডে ছিলেন সন্দেহে শুরুতে গোলের বাঁশি বাজাননি রেফারি। তবে ভিএআরের মাধ্যমে তা দূর হয়। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো রিয়ালের। কিন্তু ডি-বক্সের বাইরে থেকে ইসকোর বাঁকানো শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৭৪তম মিনিটে সার্জি রামোসের হেড দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক। এর আগে ৬৪তম মিনিটে রামোসের ভুলেই গোল খেতে বসেছিল রিয়াল। ছুটে আসা প্রতিপক্ষের ফরোয়ার্ড বোরহাকে যেন খেয়ালই করেননি রিয়াল অধিনায়ক। বল ধরে গোলরক্ষকের উপর দিয়ে দারুণ এক চিপ করেন বোরহা। কিন্তু ক্রসবারে বল লাগলে বেঁচে যায় রিয়াল। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রিয়াল মাদ্রিদ। এক ম্যাচ কম খেলা বার্সেলোনার পয়েন্ট ১২। রায়ো ভাইয়েকানোকে তাদেরই মাঠে ৫-১  গোলে হারানো আলাভেস পাঁচ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। রিয়াল ভায়াদলিদের সঙ্গে ৩-৩ গোলে ড্র করা সেল্টা ভিগো ৮ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। দিনের আরেক ম্যাচে গেতাফের মাঠে ২-০ গোলে জেতা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্টও ৮। গোল পার্থক্যে পিছিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status