বাংলারজমিন

কুর্শি ইউপিতে ব্যতিক্রমী উদ্যোগ

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ১০:০৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের বাংলাবাজার-গোপলার বাজার, এনাতাবাদ, কৈলাশগঞ্জ বাজারসহ বিভিন্ন সড়কের সংস্কার মূলক ব্যতিক্রমী কাজের (গর্ত ভরাট) উদ্বোধন হয়েছে। গতকাল ইউনিয়নের সীমান্তবর্তী দুর্ভলপুর এলাকায় এর শুভ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসা। গত শনিবার সন্ধ্যায় ওই সড়কের মধ্যবর্তী দুর্লভপুর পয়েন্টে আয়োজিত সভায় দেয়া প্রতিশ্রুতির ভিত্তিতে গতকাল থেকে বিভিন্ন সড়কের সংস্কার কার্যক্রম শুরু হয়েছে। চেয়ারম্যান ও ইউপি সদস্যদের আর্থিক সহায়তায় ওই কার্যক্রম পরিচালিত হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়নের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ি কমিটির সভাপতি সাংবাদিক এম এ বাছিত,ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, মো. আব্দুস সোবহান, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি এনাম আহমদ, গোপলার বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. হায়দর মিয়া, সাবেক ইউপি সদস্য জিতু মিয়া, মো. ছুরত মিয়াসহ এলাকার গণ্যমান্য বিভিন্ন শ্রেণি- পেশার লোকজন। উল্লেখ্য, উপজেলার ওই ইউনিয়নের এলজিডি অন্তর্ভুক্ত বিভিন্ন সড়কের বেহালদশায় জনদুর্ভোগ চরমে উঠেছে। বিভিন্ন সড়কের বড় বড় গর্তগুলোর জন্য যানবহানের চলাচলে মারাত্বক বিঘ্নতা তৈরী হয়। ভুক্তভোগী জনগণের দাবির প্রেক্ষিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ঘোষণা দেন চেয়ারম্যান আলী আহমেদ মুসা। এরই প্রেক্ষিতে ইউনিয়ন পরিষদে জরুরি সভায় অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সকলের সম্মতিক্রমে ওই সড়ক ছাড়াও স্থানীয় কৈলাশগঞ্জ বাজার সংলগ্ন অগ্রনী ব্যাংকের সামনের সড়ক সংস্কার, এনাতাবাদ গ্রামের প্রধান সড়কের গর্ত ভরাট ছাড়াও স্বল্প পরিসরে আরো দুটি সড়কের সংস্কার (গর্ত ভরাট) কার্যক্রম চলতি সপ্তাহে বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়া হয়। সুষ্ঠভাবে কার্য সম্পাদনের জন্য সাংবাদিক এম এ বাছিত, ইউপি সদস্য পারছু মিয়া, শাহ শামছুল ইসলাম সুজন, মো. আব্দুস সোবহান এবং আল-আমিন খাঁনের সমন্বয়ে ৫ সদস্যের একটি কমিটি গঠিত হয়। রাস্তার বেহালদশায় জনদুর্ভোগ ও যানবাহন চলাচলের অনুপযোগী সড়কের উন্নয়নে উদ্যোগ নেয়ায় ইউনিয়ন পরিষদকে সাধুবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status