দেশ বিদেশ

আসন্ন নির্বাচনে বড় হুমকি সাইবার ক্রাইম: মনিরুল ইসলাম

স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৯:৪৭ পূর্বাহ্ন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও সিটিটিসি ইউনিটের প্রধান মো: মনিরুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে  দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে বিঘ্ন না ঘটে সে দিকে নজর রেখেছে পুলিশ। কোনো গোষ্ঠী যদি অরাজকতা করে পরিস্থিতি ঘোলাটে করতে চায় তাহলে কঠোর হস্তে তা দমন করা হবে। তিনি বলেন, নির্বাচনে বড় হুমকি হচ্ছে সাইবার ক্রাইম। সাইবার ক্রাইম ঠেকাতে ডিএমপি’র কাউন্টার টেররিজমন ইউনিটের সাইবার ইউনিট কাজ করছে।
গতকাল সকালে রাজধানীর সেগুন বাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাবে) সংগঠনটির সদস্যদের শিশুদের এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, আগামী নির্বাচনে সাইবার ক্রাইমকে হুমকি হিসেবে দেখছে কাউন্টার টেররিজম ইউনিট। নির্বাচনের সময় একটি চক্র অনলাইনে মিথ্যা গুজব রটাতে পারে। মিথ্যা গুজব ছড়িয়ে যাতে কেউ দেশের পরিস্থিতিকে ভিন্নখ্যাতে প্রবাহিত করতে না পারে সেদিকে নজর রাখা হবে। তিনি বলেন, নির্বাচন সামনে রেখে কোনো নির্দিষ্ট সস্ত্রাসী গোষ্ঠীর হুমকি নেই। পুলিশ সতর্ক রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধ পরিকর। কোনো ধরনের সস্ত্রাস ও   নৈরাজ্যকে প্রশ্র্রয় দেয়া হবে না। যদি কেউ বিশৃঙ্খলা করে তাহলে তাদের আইনের আওতায় আনা হবে। অতীতে  নৈরাজ্যকারীদের পুলিশ ছাড় দেয়নি, ভবিষ্যতেও কোনো ছাড় দেয়া হবে না।  আসন্ন ২১শে আগস্ট মামলার রায়কে ঘিরে পুলিশের নিরাপত্তা ব্যবস্থার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী ১০ই অক্টোবর এ মামলার রায় হবে। রায়কে ঘিরে যদি কোনো গোষ্ঠী নাশকতার চেষ্টা চালায় তাহলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। তিনি বলেন, সামনে সনাতন ধর্মের দুর্গাপূজা রয়েছে। সেই পূজা উপলক্ষেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হবে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার প্রধান অতিথির বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, শিশুদের মনের প্রতিচ্ছবি তারা এঁকে প্রকাশ করে। ক্র্যাবের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আশা করি আগামী দিনগুলোতেও ক্র্যাব এ ধরনের আয়োজন অব্যাহত রাখবে। আমরা যা করি সবই আমাদের শিশুদের জন্য। কারণ তারাই আগামী প্রজন্ম। তিনি বলেন, ক্র্যাব ইতিমধ্যে সদস্য এবং তাদের সন্তানদের জন্য অনেক অনুষ্ঠান ও প্রশিক্ষণের আয়োজন করেছে। আগামীতে ক্র্যাব এমন অনুষ্ঠান করে সংগঠনের সদস্য এবং তাদের বাচ্চাদের মেধার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসব কল্যাণকর অনুষ্ঠানে ডিএমপি’র পক্ষ থেকে সকল অনুষ্ঠানে উৎসাহ ও প্রেরণা দেয়া হবে বলে তিনি ঘোষণা দেন।  চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক্র্যাব’র সদস্যদের অর্ধশতাধিক সন্তান অংশ নেয়। প্রতিযোগিতায় ক-গ্রুপে প্রথম হয়েছে নয়ন মুরাদের ছেলে আবির আবদুল্লাহ ও দ্বিতীয় সরোয়ার আলমের ছেলে রিহান আবদুল্লাহ সরোয়ার ও তৃতীয় হয়েছে আলাউদ্দিন আরিফের মেয়ে আরিশা আরিয়ানা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাব’র সভাপতি আবু সালেহ আকন। সংঠনের সাধারণ সম্পাদক সারোয়ার আলমের পরিচালনায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি সাইফুল ইসলাম, ক্র্যাব’র সহ-সভাপতি মাসুম মিজান, সাংগঠনিক সম্পাদক এমএম বাদশাহ, সদস্য আলাউদ্দিন আরিফ, ডিএমপি’র ডিসি (মিডিয়া) মো. মাসুদুর রহমান ও এডিসি (মিডিয়া) ওবায়দুর রহমান ও শাহবাগ থানার ওসি আবুল হাসান প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status