এক্সক্লুসিভ

আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার পেলেন খসরু ও শাকুর

অর্থনৈতিক রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

‘আইএফআইসি ব্যাংক সাহিত্য পুরস্কার-২০১৬’ এবং আইএফআইসি ব্যাংক ‘সাহিত্যরত্ন সম্মাননা-২০১৮’ প্রদান করা হয়েছে। শনিবার পুরানা পল্টনে আইএফআইসি টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে ‘সুন্দরবনের বাঘের পিছু পিছু’ বইটির জন্য খসরু চৌধুরী এবং ‘ফেরাউনের গ্রাম’ বইটির জন্য শাকুর মজিদ-কে সাহিত্য পুরস্কার ২০১৬ প্রদান করা হয়। আর বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য শ্রদ্ধার্ঘ্য হিসেবে দেশের অগ্রজপ্রতিম কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-কে ২০১৮ সালে প্রবর্তিত ১ম ‘সাহিত্যরত্ন সম্মাননা’য় ভূষিত করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান সালমান এফ রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী শাহ এ সারওয়ার।
বাংলা সাহিত্যে অনন্য অবদানের জন্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক-কে ১০ লাখ টাকা ও সাহিত্যরত্ন সম্মাননা স্মারক প্রদান করা হয়। ২০১৬ সালের সেরা সৃজনশীল সাহিত্যের রচয়িতা হিসেবে খসরু চৌধুরী ও শাকুর মজিদ-এর হাতে ক্রেস্ট, সার্টিফিকেট এবং ৫ লাখ টাকা করে আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়।
বাংলা ভাষা ও সাহিত্যের সমসাময়িক লেখকদের সৃজন প্রতিভাকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে সৃজনশীল সাহিত্যকে উৎসাহিত করার লক্ষ্যে সাহিত্যের ছয়টি শাখা থেকে বাংলাদেশে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংস্করণের সেরা দু’টি বইয়ের জন্য ২০১১ সাল থেকে আইএফআইসি ব্যাংক এই সাহিত্য পুরস্কার প্রদান করে আসছে। অর্থমূল্যে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status