বিনোদন

এবার নানজীবার ‘দ্য আনওয়ান্টেড টুইন’

স্টাফ রিপোর্টার

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৮:৪১ পূর্বাহ্ন

নানজীবা খান একজন ট্রেইনি পাইলট, সাংবাদিক, উপস্থাপিকা, ইউনিসেফের প্রতিনিধি, লেখক এবং নির্মাতা। নানামুখী প্রতিভার অধিকারী এ তরুণী প্রামাণ্যচিত্র নির্মাতা হিসেবে পেয়েছেন ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড। বর্তমানে বিটিভিতে ‘আমরা রঙিন প্রজাপতি’, ‘আমাদের কথা’, ‘আনন্দ ভুবন’, ‘শুভ সকাল’ ও চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন ‘কথাবার্তা’ অনুষ্ঠান উপস্থাপনা করছেন। তার সপ্তম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের শুটিং সম্প্রতি তিনি শেষ করেছেন। এ প্রসঙ্গে নানজীবা খান বলেন, আমি তেরো বছর বয়সে জীবনের প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কেয়ারলেস’ পরিচালনা করি। এছাড়া জীবনের প্রথম প্রামাণ্যচিত্র ‘সাদাকালো’ পরিচালনার জন্য ইউনিসেফের মীনা মিডিয়া অ্যাওয়ার্ড অর্জন করি। এরপর নির্মাতা হিসেবে আরো বেশকিছু কাজ করা হয়। সম্প্রতি ‘দ্য আনওয়ান্টেড টুইন’ নামের একটি স্বল্পদৈর্ঘ্যের কাজ শেষ করেছি। আমার রচনা ও পরিচালনায় এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অ্যানি খান, শিরিন শিলা, রাজু আলিমসহ অনেকে। এটি প্রযোজনা করেছেন ফয়সাল আনোয়ার। চিত্রগ্রাহক হিসেবে কাজ করেছেন পাভেল মাহমুদ জয়। নানজীবা খান আরো জানান, দুটি পরিচয়হীন যমজ শিশুর গল্প নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্যটির শেষে এই বিষয়টি নিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, তথ্যপ্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদারের বক্তব্য দর্শকরা দেখতে পাবেন। খুব শিগগিরই যেকোনো বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার হবে বলে তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status