বিনোদন

স্মরণ

মরমি সংগীতের অগ্রগণ্য বাউল কফিল উদ্দিন সরকার

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি

২৩ সেপ্টেম্বর ২০১৮, রবিবার, ৮:৪১ পূর্বাহ্ন

সাধক কবি ও জ্ঞানের সাগরখ্যাত দুরবিন শাহের অন্যতম শিষ্য বাংলার মরমি সংগীতের অগ্রগণ্য বাউল গায়ক কফিলউদ্দিন সরকার। যার বেড়ে ওঠা হাওর-বাঁওড় আর নদী, খাল-বিল বেষ্টিত প্রান্তিক জনপদ দোয়ারাবাজার উপজেলার নিভৃত এক পল্লীতে। তার অসংখ্য জনপ্রিয় গান কণ্ঠে তুলে খ্যাতি অর্জন করেছেন বহু সংগীতশিল্পী। তিনি এক হাতে বাদ্যযন্ত্র বাজিয়ে গান গেয়ে মুগ্ধ করেছেন দর্শক-শ্রোতাকে। ঠোঁটের সাহায্যে তার মন্দিরা বাজানোর দৃশ্যে হৃদয়ে দাগ কাটতো। অল্প সময়ে যেকোনো বিষয়ে গান লিখে দেয়ার অসামান্য ক্ষমতা ছিল তার। আজ তার ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১২ সালের এই দিনে তিনি না ফেরার দেশে পাড়ি জমান। বাউল গায়ক কফিল উদ্দিন সরকারের জন্ম ১৯৩২ সালে ২৭শে ফেব্রুয়ারি হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মালঞ্চপুর গ্রামে। প্রখ্যাত মরমি সাধক দুরবিন শাহর সান্নিধ্যে এসে শিষ্যত্ব গ্রহণের পর কফিল উদ্দিন সরকার বাউলিয়ানা জীবনে পাড়ি জমান। তিনি বাংলা গানের জগতে অসংখ্য বাউল গান, পালা গান, সারি গান, মুর্শিদী, লোকগীতি ইত্যাদি অসংখ্য পল্লী গান রচনা করেন। তার রচিত প্রকাশিত ও অপ্রকাশিত মিলে প্রায় ৫ সহস্রাধিক গান রয়েছে। তার লেখা জনপ্রিয় গানগুলোর মধ্যে ‘আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে’, ‘আমার বন্ধুয়া বিহনে গো, সহেনা পরানে গো একেলা ঘরে রইতে পারি না’, ‘আতর গোলাপ সোয়া চন্দন সাজাইলাম’ অন্যতম। ১৯৬৭ সালের ৭ই নভেম্বর তার রচিত গান নিয়ে ‘রত্নের ভাণ্ডার‘ নামে প্রথম ও দ্বিতীয় খণ্ড দুটি সংকলন প্রকাশ হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status