খেলা

হারের জন্য ব্যাটসম্যানদের দায় দেখছেন মাশরাফি

স্পোর্টস ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ১১:৩১ পূর্বাহ্ন

ভারতের বিপক্ষে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন টাইগারদের টপ অর্ডারের প্রায় সবাই। সর্বোচ্চ ৪২ রান এসেছে লোয়ার অর্ডারের ব্যাটসম্যান মেহেদি হাসান মিরাজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রান অধিনায়ক মাশরাফির ব্যাট থেকে এসেছে। এতেই বুঝা যায় বাকি ব্যাটসম্যানরা আসলে কতটা ব্যর্থ। ম্যাচশেষে তাই ব্যাটসম্যানদের ব্যর্থতাকেই পরাজয়ের কারণ হিসবে ব্যাখ্যা করলেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। দুবাইতে শুক্রবার সুপার ফোরের ম্যাচে টস হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭৩ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র ৩ উইকেট হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। দলের এমন পরাজয়ে ব্যাটিংয়ের বাজে অবস্থাকেই দায়ী করেছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি। তিনি বলেন, শুরু থেকেই আমরা উইকেট হারাতে থাকি। আজ (শুক্রবার) আমরা সব দিক থেকেই পিছিয়ে ছিলাম। তবে এটা ব্যাটিংয়ের জন্য খুব একটা খারাপ উইকেট নয়। আমরা ২৫০-২৬০ রান করতে পারতাম কিন্তু আমরা উইকেট হারাতে থাকি। হয়তো পরে ব্যাটিং করা আরো সহজ হতে পারতো। আপনি যদি ১৭০ রান করেন, তাহলে বোলারদের জন্য তা ডিফেন্ড করা কঠিন। ব্যাটসম্যানদের আরও দায়িত্ব নিতে হবে, বিশেষ করে পরপর দুই মাচে স্কোর করতে ব্যর্থ হওয়ার পর। পরের ম্যাচ ভালো বোলার সমৃদ্ধ দলের বিপক্ষে। আমাদের ভালো ব্যাটিং করতে হবে। এদিকে এশিয়া কাপে টপ অর্ডারের ব্যর্থতা কাটাতে এশিয়া কাপের মাঝপথে দলের সঙ্গে যোগ দিচ্ছেন দুই ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার ও ইমরুল কায়েস। আগামীকাল আবুধাবিতে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্কানের মোকাবিলা করবে বাংলাদেশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status