অনলাইন

ডিএনসিসি'র প্যানেল মেয়র ওসমান গণি আর নেই

অনলাইন ডেস্ক

২২ সেপ্টেম্বর ২০১৮, শনিবার, ১১:২০ পূর্বাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্যানেল মেয়র মো. ওসমান গণি মারা গেছেন। তথ্যটি ডিএনসিসির প্রধান তথ্য কর্মকর্তা এ এস এম মামুন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।  গতকাল শনিবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ওসমান গণি ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত ১৪ই আগস্ট তিনি চিকিৎসার জন্য সিংগাপুরে যান।  

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী ও ৪ পুত্র রেখে গেছেন।  মরহুমের লাশ আগামীকাল বেলা ১১টা ৪০ মিনিটে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে দেশে আনা হবে।  

তার মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পানেলভুক্ত মেয়র মোঃ জামাল মোস্তফা গভীর শোক প্রকাশ করেছেন।  তিনি বলেন, ওসমান গণির মৃত্যুতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন একজন অভিভাবক হারালো।  তিনি ছিলেন একজন সৎ ও সহজ সরল রাজনীতিবিদ। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

প্রসঙ্গত, ডিএনসিসি'র প্রয়াত মেয়র আনিসুল হক অসুস্থ থাকাকালীন ওসমান গণিকে প্যানেল মেয়র হিসেবে মনোনীত করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status