বাংলারজমিন

ভাই হত্যার বিচার চাওয়ায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার, সাভার থেকে

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৪১ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার কামরুজ্জামান খানকে সপরিবারে হত্যার জন্য মৃত্যু পরোয়ানা পাঠিয়ে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে ডাকযোগে পাঠানো মৃত্যু পরোয়ানা হাতে পাওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে সাভার মডেল থানায় সাধারণ ডায়েরি (নং-১২৩৩) করা হয়েছে। থানার এসআই অপূর্ব দাস বিষয়টি তদন্ত করছেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানানো হয়েছে। মৃত্যু পরোয়ানায় চাঞ্চল্যকর মারুফ খান হত্যা মামলা নিয়ে তাকে বাড়াবাড়ি না করতে বলা হয়েছে। প্রসঙ্গত, কামরুজ্জামান খানের চাচাতো ভাই কলেজ শিক্ষার্থী মারুফ খান সাভারের গেন্ডা বাসস্ট্যান্ডে গত ২১শে আগস্ট (কোরবানির ঈদের আগের দিন) বিকালে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে নিহত হন। ঘটনার পর আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন সহ একাধিক প্রতিবাদ কর্মসূচিতে কামরুজ্জামান খান নেতৃত্ব দেয়ায় আসামি ও তাদের পৃষ্ঠপোষকরা ক্ষুব্ধ হয়। চিঠিতে বলা হয়েছে, মারুফকে খুন করলেও পুলিশ আসামিদের কোনোভাবেই ধরতে পারবে না। তারা কামরুজ্জামান ও তার স্ত্রী-সন্তানদের নিয়মিত অনুসরণ করছে বলেও দাবি করেছে। এ ঘটনায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য, সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক সৈয়দ শুক্কুর আলী শুভ, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবু সালেহ আকন, সাধারণ সম্পাদক সারোয়ার আলম ও সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য পৃথক বিবৃতিতে সাংবাদিক কামরুজ্জামান খানকে মৃত্যুর হুমকি প্রদানের তীব্র নিন্দা জ্ঞাপন করে অবিলম্বে জড়িতদের  গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status