বাংলারজমিন

দোহারে ফয়সাল হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

দোহার (ঢাকা) প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:৩২ পূর্বাহ্ন

দোহার উপজেলার ফুলতলা পদ্মা সরকারি কলেজের শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টা পর্যন্ত কলেজের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে ঢাকা দোহার-সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা নিহত ফয়সালকে তাদের ছাত্রলীগের কর্মী দাবি করে খুব শিগগিরই ফয়সাল হত্যাকারীদের ধরতে পুলিশের প্রতি জোর দাবি জানান। তাদের সঙ্গে ফুলতলা ব্যবসায়ী সমিতি দোকানপাট বন্ধ রেখে একাত্মতা প্রকাশ করে।
এ ব্যাপারে ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ সাংবাদিকদের বলেন, ফয়সাল আমাদের ছোট ভাই ও আমাদের ছাত্রলীগের একজন দক্ষ কর্মী ছিল। ওকে যারা নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে আমি ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে পুলিশকে বলবো আপনারা খুব দ্রুত ফয়সালের হত্যাকারীদের ধরে আইনের আওতায় এনে বিচার করুন। উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ছাত্রলীগ কর্মী ফয়সালকে যারা নির্মমভাবে হত্যা করেছে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করছি। একই সঙ্গে ফয়সাল হত্যাকারীদের ৭২ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। তা না হলে উপজেলা ছাত্রলীগ পরবর্তীতে কঠোর আন্দোলনে যাবে।
মুকসুদপুর ইউনিয়ন চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান বলেন, এভাবে যারা ফয়সালকে নিষ্ঠুরভাবে পিটিয়ে হত্যা করেছে তাদের দেশের প্রচলিত আইনের আওতায় এনে দ্রুত বিচার করা হোক। যাতে ফয়সালের মতো আর কোনো ফয়সালকে আর এভাবে রাস্তায় মরতে না হয়।
এভাবে একের পর এক ছাত্রলীগ নেতারা তাদের বক্তব্যে ফয়সাল হত্যার বিচার দাবি জানিয়েছে। এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উদয় হোসেন, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাকিল আহমেদ, ছাত্রলীগের পৌর সভাপতি পাপেল মাহমুদ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম ও কলেজ ছাত্রলীগের সিহাব উদ্দিন শিকদারসহ আরো অনেকে।
উল্ল্‌খ্েয, গত বুধবার বেলা পৌনে ২টা দিকে শাইনপুকুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে ফয়সাল নামে এক যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status