বাংলারজমিন

সিলেট জেলায় আদম শুমারি তথ্য সংগ্রহ শুরু ২৭শে সেপ্টেম্বর

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সন্দ্বীপ কুমার সিংহ বলেছেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় খানা তথ্য ভাণ্ডার শুমারির সঠিক তথ্য সংগ্রহ করা সম্ভব হবে। এজন্য নিজ নিজ অবস্থান থেকে সর্বস্তরের মানুষকে সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। বৃহস্পতিবার সকালে সিলেট বিভাগীয় পরিসংখ্যান ব্যুরো এর উদ্যোগে সিলেট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিলেট জেলা শুমারি কমিটির সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পরিসংখ্যান ব্যুরো সিলেটের যুগ্ম পরিচালক এসএম আনিসুজ্জামান এর সার্বিক তত্ত্বাবধানে সভায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন সিলেটের উপ-পরিচালক ফরিদ উদ্দিন আহমদ, তথ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় অফিসের উপ-পরিচালক যুলিয়া জেসমিন মিলি, সিলেট প্রেস ক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেস ক্লাব সভাপতি মুহিত চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্ত্তী জুয়েল, বিয়ানীবাজার পৌর মেয়র আবদুস শুকুর, বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান খান প্রমুখ। সভায় সিলেটের বিভিন্ন বিভাগীয় ও জেলা অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়- সিলেট জেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচি উপকারভোগীদের সুবিধার্থে ডাটাবেইজ করা হচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র আওতায় ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজ (এনএইচডি) এ প্রকল্প বাস্তবায়ন করছে। চলতি মাসের ২৭শে  সেপ্টেম্বর থেকে ১৬ই অক্টোবর পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশন ও বিভাগের চারজলায় এই তথ্য সংগ্রহ করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status