বাংলারজমিন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশি যুবকের মৃত্যু

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৭ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ১১দিন চিকিৎসাধীন থাকার পর হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের সুমন মিয়া (৩২) মারা গেছেন। তিনি ওই গ্রামের আহাদ মিয়ার ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, ৮ই সেপ্টেম্বর মালয়েশিয়ায় তার বাসা থেকে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় ১১ দিন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মারা গেল বাংলাদেশি ওই যুবক। গত ১১ই সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা ছিল টিকেটও কনফার্ম করা হয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস বাড়িতে আসা তার আর হলো না, অবশেষে লাশ হয়ে ফিরতে হবে থাকে। প্রতিবেশীরা জানান, দুই ভাই ও এক বোনের মাঝে সুমন মিয়া ২য়। পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনতে প্রায় ১০ বছর আগে মালয়েশিয়ায় ফাঁড়ি জমায় এই যুবক। প্রায় আড়াই বছর আগে সুমন দেশে ফিরেছিল। মালয়েশিয়া থেকে সাংবাদিক মহিউদ্দিন জানান, গত ৮ই সেপ্টেম্বর কোতা দামানসারা সিলাংগর এলাকায় ৯টা ৩০ মিনিটে বাস স্টপিজের অপেক্ষাকৃত যাত্রীরা রেপিড উঠার সময় পেছন থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলে ৯ বাংলাদেশি যাত্রী আহত হয়। এ সময় ৯ জন বাংলাদেশিকে সুঙ্গায়বুলু হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। তাদের মধ্যে একজন সুমন মিয়া। সুমনের ছোট ভাই ধর্মঘর ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আলামিন জানান, মালয়েশিয়া থেকে তার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এদিকে সুমনের মৃত্যুতে তার পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status