খেলা

উজ্জ্বল অভিষেক আবু হায়দারের

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ওয়ানডে দলের নতুন সদস্য হলেন নাজমুল হোসেন শান্ত ও আবু হায়দার রনি। গতকাল আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে ওয়ানডে অভিষেক হয় দুইজনের। এতে বাংলাদেশের ওয়ানডে খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো ১২৭ জনে। গত বছরের অক্টোবরে কিম্বারলিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১২৫তম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে পা রাখেন বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। ওয়ানডে অভিষেকের আগে ১০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি। আর ১টি টেস্ট খেলার পর রঙিন জার্সি গায়ে জড়ান তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত। গতকাল আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে পেসার মোস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেয়ায় একাদশে সুযোগ পান ২২ বছর বয়সী রনি। আর হাতের ইনজুরি নিয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া ওপেনার তামিম ইকবালের জায়গায় সুযোগ পান শান্ত। ওয়ানডে অভিষেকেই ঝলক দেখান রনি। ইনিংসের দ্বিতীয় ও নিজের প্রথম ওভারেই দলকে ব্রেকথ্রু এনে দেন এই উদীয়মান ফাস্ট বোলার। দ্বিতীয় ও তৃতীয় বলে চার খাওয়ার পর আফগান ওপেনার ইহসানউল্লাহ জানাতকে সাজঘরে ফেরান তিনি। সরাসরি কভার অঞ্চলে মোহাম্মদ মিঠুনের হাতে ধরা পড়েন আফগান ওপেনার। আফগানিস্তানের ব্যাটিং লাইনআপে দ্বিতীয় আঘাতও আসে রনির হাত ধরে। এবার ইনফর্ম আফগান ওয়ানডাউন ওপেনার রহমত শাহকে (১০) ক্লিন বোল্ড করেন রনি। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচজয়ী ৭২ রানের ইনিংস খেলেন রহমত শাহ। গতকাল রনির ফিল্ডিং নৈপুন্যটাও ছিল চোখে পড়ার মতো। ব্যক্তিগত ৩৭ রানে সাকিব আল হাসানের ডেলিভারিতে উইকেট খোয়ান আফগান ওপেনার মোহাম্মদ শাহজাদ। সীমানা দড়ির কাছে শূন্যে লাফিয়ে ক্যাচ তালুবন্দি করেন রনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারে ১০ ম্যাচে রনির নামের পাশে ৫ উইকেট। সংক্ষিপ্ত সংস্করণে সব মিলিয়ে ৪২ ম্যাচে নেন ৪৫ উইকেট। সীমিত ওভারের লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫৪ ম্যাচে ৯৫ উইকেট পান রনি। সেরা বোলিং ফিগার ৬/৩৫। অন্যদিকে, লিস্ট ‘এ’ ক্রিকেটে ৭১ ম্যাচে ২২৬৪ রান সংগ্রহ বাঁ-হাতি ব্যাটসম্যান শান্তর। সাতটি ফিফটির পাশাপাশি সেঞ্চুরি রয়েছে ৬টি। গড় ৩৮.৩৭। ওয়ানডে অভিষেকের আগে লিস্ট ‘এ’ ক্রিকেটে শান্তর ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৫০।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status