খেলা

ভারত দলে ইনজুরির হানা

স্পোর্টস ডেস্ক

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

এশিয়া কাপে চোটের ধাক্কায় জর্জরিত ভারত দল। হারদিক পান্ডিয়ার পর টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন স্পিনার অক্ষর প্যাটেল ও পেসার শারদুল ঠাকুর। তিনজনের পরিবর্তে ডাক পেলেন রবিন্দ্র জাদেজা, দীপক চাহার ও সিদ্ধার্থ কাউল। পাকিস্তানের বিপক্ষে কোমরের নিচের চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন অলরাউন্ডার পান্ডিয়া। তার জায়গায় সুযোগ পেয়েছেন চাহার। গত জুলাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন এই ডান হাতি পেস বোলার। হংকংয়ের বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কুঁচকিতে ব্যাথা অনুভব করেন শারদুল। তার জায়গায় এসেছেন পেসার সিদ্ধার্থ। গত জুনে টি-টোয়েন্টিতে জাতীয় দলের হয়ে অভিষেক হয় তার। ইংল্যান্ডে দুটি ওয়ানডে ম্যাচও খেলেছেন। আর অক্ষর প্যাটেল পাকিস্তানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাম হাতের আঙুলে চোট পান। তার পরিবর্তে এশিয়া কাপের দলে ডাক পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার জাদেজা। দীর্ঘ দিন ধরেই সীমিত ওভারের ক্রিকেটে জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না তিনি। রঙিন জার্সিতে জাদেজাকে সবশেষ দেখা যায় গত বছরের জুলাইতে। চলতি মাসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টে ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করেন জাদেজা। সাত উইকেট নেয়ার পাশাপাশি প্রথম ইনিংসে খেলেন ৮৬ রানের অপরাজিত ইনিংস।

এশিয়া কাপ শেষ পান্ডিয়ার
ইনজুরি নিয়ে এবারের এশিয়া কাপ শেষ হারদিক পান্ডিয়ার। মঙ্গলবার দুবাইয়ে পাকিস্তানের ইনিংসের ১৮তম ওভারের ঘটনা। বোলিং করছিলেন পান্ডিয়া। পঞ্চম বলটি করার পরই ক্রিজের ওপরে পড়ে যান এই পেস অলরাউন্ডার। বেশ কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসা দেয়ার পরও ঠিক না হওয়ায় পান্ডিয়া মাঠ ছাড়েন স্ট্রেচারে করে। ওভারের শেষ বলটি করেন আম্বাতি রাইডু। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছিল, পান্ডিয়া পিঠে চোট পেয়েছেন। পরে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, পান্ডিয়া পিঠে তীব্র ব্যথা অনুভব করছে। শরীরে পানি স্বল্পতার কারণে তার এমন পরিস্থিতি হয়েছে। পরে পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার পর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পক্ষ থেকে জানানো হয়, কোমরে তীব্র চোট পেয়েছেন এই পেসার। এশিয়া কাপে আর খেলতে পারবেন না তিনি। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পান্ডিয়ার এই চোটের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে দীপক চাহারের সঙ্গে যোগাযোগ করা হয়। রাজস্থানের এই মিডিয়াম পেসার নিজেই সংবাদমাধ্যমকে এ কথা জানান। পান্ডিয়ার বদলি হিসেবে এশিয়া কাপ খেলতে আরব আমিরাতে উড়াল দেবেন দীপক চাহার। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায় শুরু হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status