বিনোদন

আজীবন সম্মাননা পাচ্ছেন সুবীর নন্দী

‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস ২০১৮’-এর জমকালো আসর আজ

স্টাফ রিপোর্টার

২১ সেপ্টেম্বর ২০১৮, শুক্রবার, ৮:২৭ পূর্বাহ্ন

‘সুস্থ সংগীতের বিকাশ’ এই লক্ষ্যকে সামনে রেখে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে সংগীত নিয়ে দক্ষিণ এশিয়ার সবচাইতে বড় আয়োজন ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০১৮’ পাওয়ার্ড বাই সেভেন আপ। এবারের আসরটি হচ্ছে যুগপূর্তির। আজ সন্ধ্যায় ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস-২০১৮’ পাওয়ার্ড বাই সেভেন আপ এর চূড়ান্ত পর্বের জমকালো আসর বসবে হবিগঞ্জের ‘দ্যা প্যালেস’ হোটেলের উন্মুক্ত চত্বরে। তিন ঘণ্টার জাঁকজমকপূর্ণ এই আয়োজনটির উপস্থাপনা করবেন ফারজানা ব্রাউনিয়া। পরিচালনায় ইজাজ খান স্বপন। এবার আজীবন সম্মাননা দেয়া হবে সুবীর নন্দীকে। এ আয়োজনের মাধ্যমে সংগীতের বিভিন্ন শাখার সব শিল্পী একই মঞ্চে আবারো একত্রিত হবেন। আয়োজনের দিক দিয়ে চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসে প্রতিবারই থাকে কিছু না কিছু চমক। এ চমকের অংশ হিসেবে এবার যুক্ত হচ্ছে দুই যুগেরও অধিক যাদের সংগীত
জগতে বিচরণ তাদের নিয়ে এবারের আসর থেকে শুরু হবে ‘গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ড’। এই আয়োজনে দেয়া হবে আজীবন সম্মাননাসহ ১৬টি ক্যাটাগরিতে সমালোচক পুরস্কার এবং ৬ ক্যাটাগরিতে গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডস। ক্যাটাগরিগুলো হলো- রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোক সংগীত, গীতিকার, সংগীত পরিচালক, মিউজিক ভিডিও, কাভার ডিজাইন, সাউন্ড ইঞ্জিনিয়ার, আধুনিক গান-২টা, ব্যান্ড, নবাগত, ছায়াছবির গান ও উচ্চাঙ্গ সংগীত (কণ্ঠ)। গোল্ডেন ভয়েস অ্যাওয়ার্ডসের ক্যাটাগরি- রবীন্দ্র, নজরুল, লোক, ছায়াছবি, আধুনিক ও গোল্ডেন মেকার। অনুষ্ঠানে অংশ নেবেন- মমতাজ, সুবীর নন্দী, কুমার বিশ্বজিৎ, সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, মিতালী মুখার্জি, চন্দনা মজুমদার, ফেরদৌস আরা, রেজওয়ানা চৌধুরী বন্যা, আফজাল হোসেন, কনা, মেহরীন, কোনাল, এলিটা, অনিমা রায়, নুসরাত ফারিয়া প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status