অনলাইন

পরিত্যক্ত কারগারের ভবনের ছাদে বিদ্যুতষ্পৃষ্টে নিহত ১

স্টাফ রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৫:১৫ পূর্বাহ্ন

নাজিমুদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের একটি ভবনের ছাদে বিদ্যুতস্পৃষ্টে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একজন। আজ বৃহস্পতিবার দুপুরে কারগারের প্রশাসনিক ভবনের পাশে তিন তলা অনুসন্ধান ভবনের ছাদে এ ঘটনা ঘটে।  প্রাথমিকভাবে নিহতের নাম বিজয় বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর বাড়ি নরসিংদী জেলায় এবং ঢাকার গোপিবাগের একটি মেসে থেকে তিনি পড়াশুনা করতেন বলে জানা গেছে। আর আহত সরোয়ার পুলিশের বিশেষ শাখার (এসবি) কনস্টেবল পদে কর্মরত। পরিত্যক্ত এই কারাগারের  প্রশাসনিক ভবনের নিচতলায় খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ চলছে। আজ এই মামলায় দুপুর ১টা ২০ মিনিট থেকে ২টা পর্যন্ত যখন মুলতবি চলছিল তখন এই ঘটনা ঘটে। ওই সময় তৃতীয় তলার ভবনের ওই ছাদে এক যুবকের বাম হাত পাশেই বিদ্যুতের তারের সঙ্গে আটকে থাকতে দেয়া যায়। বিষয়টি দেখে আশপাশে নিরাপত্তায় দায়িত্বরত উপস্থিত পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ফায়ার সার্ভিস ও হেল্প ডেস্ক ৯৯৯ এ কল দেন। এরই মধ্যে পুলিশ সদস্যরা শুকনো বাঁশ ব্যবহার করে তাঁকে উদ্ধার করেন। পরে অ্যাম্বুলেন্স এসে গুরুতর আহত বিজয়কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। চকবাজার থানার এসআই আব্দুল হক বলেন, কি কারণে ওই ব্যক্তি ভবনের ছাদে গিয়েছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত সরোয়ার সুস্থ হলে বিস্তারিত জানা যাবে। পুলিশ কর্মকর্তাদের ধারণা, বিজয় ও সরোয়ার পূর্ব পরিচিত। সরোয়ারের সঙ্গে দেখা করতেই বিজয় হয়তো ওই ভবনের ছাদে উঠেছিলেন। পরে তাকে বাঁচাতে গিয়ে সরোয়ারও বিদ্যুতস্পৃষ্ট হন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status