অনলাইন

বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম মুছে হলো এমপির নাম,প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,দিনাজপুর থেকে

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ১০:৪৭ পূর্বাহ্ন

দিনাজপুরের বীরগঞ্জের পলাশবাড়ী ইউনিয়নে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম মুছে স্থানীয় এমপি মনোরঞ্জন শীল গোপালের নামে এমএস গোপাল কলেজ নামকরন করা হয়েছে। এর প্রতিবাদে মানববন্ধন করেছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিক্ষুদ্ধ এলাকাবাসী। বুধবার বিকালে দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ পৌর শহরের পুরাতন শহীদ মিনার চত্তরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওযামীলীগের সাবেক এমপি মো.আমিনুর ইসলাম, বীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি করিমুল হক চৌধূরী, উপজেলা কৃষক লীগের সভাপতি সিবলী সাদিক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক রাজিউর রহমান রাজু, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি বীরগঞ্জ-কাহারোল ঐক্য পরিষদের সমন্বয়ক আবু হুসাইন বিপু, আওযামী লীগ নেতা সাহাবুল ইসলাম সাবুল, আবুল খায়ের, আমিনুল ইসলাম, পাল্টাপুর ইউনিয়ন আ’লীগ সাধারন সম্পাদক মমিনুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগের সভাপতি নুরিয়াস সাঈদ সরকার, সাধারন সম্পাদক মোসাদ্দেক হোসেন, বীরগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. রোকনুজ্জামান বিপ্লবসহ অন্যরা।
এসময় বক্তারা বলেন, মনোরঞ্জনীল গোপাল এমপি নির্বাচিত হওয়ার পরে শুধু আওয়ামীলীগের নেতা কর্মিদেরই অবমুল্যায়ন করেন নি। তিনি জাতীর জনক বঙ্গবন্ধুর নাম মুছে কলেজকে তার নাম দিয়ে বঙ্গবন্ধুকেও অবমুল্যায়ন করেছেন। তারা পুনরায় বঙ্গবন্ধুর নামে কলেজটি দেখতে চায় বলে দাবী তুলেন।

উল্লেখ্য, বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে গত ২০০৪/০৫ সালে পলাশবাড়ী আদর্শ মহাবিদ্যালয় নামকরন করে একটি কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০১৩ সালে দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য কলেজটির একটি অনুষ্ঠানে যোগদান করে নিজেই বঙ্গবন্ধু মহাবিদ্যালয় নাম করন করেন। ২/৩ বছর পরে বঙ্গবন্ধু মহাবিদ্যালয়ের নাম মুছে দিয়ে পলাশবাড়ী এমএস গোপাল কলেজ নাম প্রতিষ্ঠা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status