এক্সক্লুসিভ

ইস্কাটনের জোড়া খুন

এমপি পুত্র রনির বিরুদ্ধে রায় ৪ঠা অক্টোবর

কোর্ট রিপোর্টার

২০ সেপ্টেম্বর ২০১৮, বৃহস্পতিবার, ৯:২৩ পূর্বাহ্ন

রাজধানীর নিউ ইস্কাটনে গভীর রাতে নিরীহ দুই শ্রমিককে গুলি করে হত্যা মামলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পিনু খানের  ছেলে বখতিয়ার আলম রনির বিরুদ্ধে রায়ের জন্য আগামী ৪ঠা অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। মামলাটি অধিকতর যুক্তিতর্ক শুনানির জন্য ধার্য ছিল গতকাল বুধবার। এদিন রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্কের শুনানি নিয়ে ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের 
 বিচারক মো. মঞ্জুরুল ইমাম রায়ের জন্য এ দিন ধার্য করেন। আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাকসুদুর বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। এর আগে গত ১০ই এপ্রিল চাঞ্চল্যকর এ মামলাটির যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ৮ই মে ধার্য ছিল। তবে, ওই দিন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আল মামুন এ মামলায় অধিকতর যুক্তিতর্কের প্রয়োজন রয়েছে উল্লেখ করে স্বপ্রণোদিত হয়ে যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করেন। গতকাল শুনানির সময়  মামলার আসামি রনিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১৩ই এপ্রিল রাতে রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় মদ্যপ অবস্থায় গাড়ি থেকে গুলি ছোড়েন মহিলা সংসদ সদস্য পিনু  খানের ছেলে রনি। তার ছোড়া গুলিতে বিদ্ধ হয়ে দৈনিক জনকণ্ঠ পত্রিকার অটোরিকশাচালক ইয়াকুব আলী এবং মধুবাগের রিকশাচালক আব্দুল হাকিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে মামলা করেন। ঘটনার তদন্তকালে ডিবি পুলিশ ওই বছরের ৩১শে  মে রনিকে গ্রেপ্তার করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status