খেলা

পাকিস্তানকে ১৬২ রানে অলআউট করলো ভারত

স্পোর্টস ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৫:২২ পূর্বাহ্ন

এশিয়া কাপে ভারতের বোলিংয়ের সামনে ১৬২ রানে অলআউট হলো পাকিস্তান। শোয়েব মালিকের (৪৩) রানআউট ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। তিনটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও কেদার যাদব। সর্বোচ্চ ৪৭ রান করেন বাবর আজম। শেষদিকে ফাহিম আশরাফ ২১ ও মোহাম্মদ আমির ১৮ রান করেন।

দলীয় ৩ রানে দুই উইকেট হারানোর পর ৮২ রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান বাবর আজম ও অভিজ্ঞ শোয়েব মালিক। বাবরকে ফিরিয়ে ব্রেকথ্রু এনে দেন স্পিনার কুলদীপ যাদব। ২২তম ওভারে এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বোল্ড হন বাবর (৪৭)। ৬ রান করে আউট হন সরফরাজ আহমেদ। দুবাইতে ম্যাচের শুরুতেই চিরপ্রতিদ্বন্দ্বিদের চেপে ধরে ভারতের বোলাররা। দলীয় ৩ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপের মুখে পড়ে পাকিস্তানের টপঅর্ডার।

দুইটি উইকেটই নেন পেসার ভুবনেশ্বর কুমার। ইমাম উল হককে (২) মহেন্দ সিং ধোনির গ্লাভসে আটকানোর পর ফখর জামানকে (০) যুজবেন্দ্র চাহালের ক্যাচবন্দি করেন তিনি। গত বছরের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের পর দুইদলের প্রথম সাক্ষাত এটি। দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ‘এ’ গ্রুপ থেকে হংকংয়ের বিদায়ে ভারত ও পাকিস্তানের ‘সুপার ফোর’ রাউন্ড নিশ্চিত হয়ে গেছে। গতকাল হংকংয়ের বিপক্ষে ২৬ রানের স্বস্তির জয় পায় রোহিত শর্মার ভারত। নিজেদের প্রথম ম্যাচে হংকংকে ৮ উইকেটে হারায় পাকিস্তান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status