খেলা

যে হারে জয়ের আনন্দ

অনলাইন ডেস্ক

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ১২:০৫ অপরাহ্ন

আইসিসি’র সহযোগী দল হংকং। এই নবাগত, অনভিজ্ঞ দলটি এশিয়া কাপে ভারতকে হারানোর সুযোগ সৃষ্টি করেও পায়নি জয়ের দেখা। শক্তিশালী ভারতের বুকে কাপন ধরিয়েও শেষ হাসি হাসতে ব্যর্থ হংকং।

দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং নেয় হংকং। শেখর ধাওয়ানের ১২৭ ও আম্বাতি রাইডুর ৬০ রানে ভর করে ৭ উইকেটে ২৮৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। জবাবে ৮ উইকেটে ২৫৯ রান করতে সমর্থ হয় হংকং। নিঝাকাত খান ও আঞ্জুমান রাতের উদ্বোধনী জুটিতে ১৭৪ রান পায় তারা। ওয়ানডে ইতিহাসে যেকোনো উইকেটে যা তাদের সর্বোচ্চ সংগ্রহ। প্রথম উইকেটের খোঁজে হন্যে হয়ে পড়ে ভারত। ৩৫তম ওভারে ভারতকে ব্রেক থ্রু এনে দেন চায়নাম্যান স্পিনার কুলদ্বীপ যাদব। অধিনায়ক আঞ্জুমান ফেরেন ৭৩ রানে। বাঁহাতি অভিষিক্ত পেসার খলিল আহমেদ এলবিডব্লিউ’র ফাঁদে নিঝাকাতকে আটকালে ধসে যায় হংকং দল। আর কেউ ক্রিজে না টিকতে পারায় শেষ হাসি ভারতের মুখে। ভারতের হয়ে বল হাতে ৩টি করে উইকেট নেন চাহাল ও খলিল। ২টি উইকেট পান কুলদ্বীপ যাদব।

ম্যাচ সেরা হন শেখর ধাওয়ান। ২৬ রানের এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই শেষ চারে নাম লেখায় ভারত। শুন্য হাতে ফিরলেও ভারতের বিপক্ষে এই প্রতিরোধ স্মরণীয় হয়ে রইবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status