শেষের পাতা

বাম জোটের নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি কাল

স্টাফ রিপোর্টার

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৪৩ পূর্বাহ্ন

তফসিল ঘোষণার আগে সংসদ ভেঙে দিয়ে ‘নিরপেক্ষ তদারকি সরকার’ গঠনের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠানসহ ১০ দফা দাবিতে আগামীকাল নির্বাচন কমিশন ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। গতকাল রাজধানীর পুরানা পল্টনস্থ মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা করেন বাম দলগুলোর প্রধান সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।

ওইদিন সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত হয়ে, মিছিল নিয়ে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ঘেরাওয়ের উদ্দেশ্যে তারা রওনা করবেন। লিখিত বক্তব্যে সাইফুল হক বলেন, আগামী ৩১শে অক্টোবরের পর যেকোনো সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার কথা বলা হয়েছে। অথচ দেশে এখন পর্যন্ত অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছু নেই। গণতান্ত্রিক ও মুক্ত পরিবেশে প্রার্থী হওয়ার ও নিরাপদে ভোট প্রদানের মাধ্যমে নিজেদের প্রতিনিধি নির্বাচনের ন্যূনতম সুযোগও এখন দেশে নেই।

তিনি দেশের মানুষের অবগতির জন্য বলেন, ২০১৪ সালের ৫ই জানুয়ারির মতো আরো একটি একতরফা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে। সরকার ও নির্বাচন কমিশন মিলে গোটা নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। নির্বাচন কমিশন ও নির্বাচনী ব্যবস্থার ওপর আজ গণঅনাস্থা তৈরি হয়েছে। ধারাবাহিকভাবে নির্বাচনকে টাকার খেলায় পর্যবসিত করা হয়েছে।

সরকারের অনুগত ভূমিকা পালনে নিয়োজিত থাকায় সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচন কমিশনের ভূমিকা ও মর্যাদা ভূ-লুণ্ঠিত হয়েছে। ‘নিয়ন্ত্রিত নির্বাচনের’ এক অভিনব মডেল হিসেবে চালু করা হয়েছে বলে অভিযোগ করে তিনি বলেন, দেশে হয়ে যাওয়া সিটি করপোরেশন নির্বাচনের দিকে তাকালেই দেখা যায়, প্রতিটি নির্বাচনেই ভোট জালিয়াতি, প্রশাসনিক কারসাজি, মিডিয়া নিয়ন্ত্রণ, সুচতুর কায়দায় কেন্দ্র দখল, সন্ত্রাস, মাস্তানি, হয়রানি, ভীতি প্রদর্শন ও সীমাহীন অর্থব্যয়ের মধ্য দিয়ে সমগ্র নির্বাচনকে অর্থহীন ও অকার্যকর করে তোলা হয়েছে। বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে চর দখলের মতো সরকারদলীয় প্রার্থীর পক্ষে কেন্দ দখল এবং এর প্রতিবাদে সমস্ত বিরোধী প্রার্থীরা নির্বাচন বর্জন করলেও জালিয়াতির এই নির্বাচন বাতিল করা হয়নি। বেপরোয়া নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের পরও কোনো সরকারদলীয় প্রার্থীর বিরুদ্ধে কোনো পদক্ষেপই গ্রহণ করেনি নির্বাচন কমিশন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- সিপিবি’র সাধারণ সম্পাদক মো. শাহ আলম, বাসদ নেতা বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী)’র কেন্দ্রীয় নেতা ফখরুদ্দিন কবির আতিক, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হকসহ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status