শেষের পাতা

‘বন্দুকযুদ্ধে’ নিহত ৫

স্টাফ রিপোর্টার, ঢাকা, উখিয়া ও সাঁথিয়া প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:৪২ পূর্বাহ্ন

এক রাতেই কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৫ জন নিহত হয়েছে। সোমবার রাতে রাজধানী ঢাকা, কক্সবাজার এবং পাবনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তাদের মৃত্যু হয়। এর মধ্যে বন্দুকযুদ্ধে ঢাকার রায়েরবাজারে দুই ‘ডাকাত’ ও কক্সবাজারের উখিয়ায় দুই ‘মাদক ব্যবসায়ী’ নিহত হয়েছে। অপরদিকে পাবনার আটঘরিয়া উপজেলায় বন্দুকযুদ্ধে খুন ও ডাকাতি মামলার আসামি এক ‘চরমপন্থি নেতা’ নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

র‌্যাব সদরদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, সোমবার ভোররাতে রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে র‌্যাব-২ এর টহল দলের সঙ্গে ‘ডাকাত দলের’ গোলাগুলিতে অজ্ঞাতপরিচয় দু’জন নিহত হয়েছে। ডাকাত দলের সদস্যরা বুদ্ধিজীবী কবরস্থানের পেছনে অবস্থান করছিল। র‌্যাব’র টহল দল সেখানে গেলে তারা গুলি ছোড়ে। র‌্যাব তখন পাল্টা গুলি চালালে দু’জন আহত হয়। গুলিবিদ্ধ

অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান র‌্যাব কর্মকর্তা মিজানুর রহমান। তিনি বলেন, ঘটনাস্থল থেকে তিনটি পিস্তল, গুলি, ছুরি, চাপাতি ও ডাকাতিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী দু’জনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দু’জনের পরিচয় পাওয়া যায়নি।

এদিকে কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকায় র?্যাব’র চেকপোস্টে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলিবিনিময়ের ঘটনাটি ঘটে। এতে ২ ‘ইয়াবা ব্যবসায়ী’ নিহত হয়েছে বলে দাবি করেছে র‌্যাব। সোমবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। কক্সবাজার র?্যাব-৭ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতরা হলেন, সীতাকুণ্ড উপজেলার মো. শাহ আলমের পুত্র আবদুস সামাদ (২৭),  যশোর অভয়নগর উপজেলার নাজমুল সর্দারের পুত্র আবু হানিফ (৩০)।

মেজর মেহেদী হাসান জানান, একটি ট্রাক মরিচ্যা চেকপোস্টে এলে তা চেক করার জন্য সংকেত দেয়া হয়। সঙ্গে সঙ্গে ট্রাক থেকে র?্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। র?্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান। পরে দু’জনের লাশ পাওয়া যায়। ওই ট্রাকে বিপুল পরিমাণ ইয়াবা পাচারের গোয়েন্দা তথ্য ছিল।

তিনি জানান, ঘটনাস্থল থেকে অন্তত ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। একই সঙ্গে বহন করা ট্রাক, একটি ৭.৬৫ বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, আট রাউন্ড গুলি ও আট রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। নিহত দু’জন পেশাদার ইয়াবা ব্যবসায়ী। ঘটনাস্থলে দুই ইয়াবা পাচারকারী গুলিবিদ্ধ হয়ে মারা যায়। তাদের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া সোমবার রাত ২টার দিকে পাবনার সাঁথিয়া উপজেলাধীন আতাইকুলা থানা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক চরমপন্থি দলের নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ। এ সময় ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। উদ্ধার করা হয়েছে রিভলবার ও গুলি।

থানা সূত্রে জানা যায়, রাত ২টার দিকে থানার লক্ষ্মীপুর ইউনিয়নের কৈজুরী গ্রামের শ্মশানের পাশে কাঁঠাল বাগানের মধ্যে একদল সন্ত্রাসী নাশকতার লক্ষ্যে গোপন মিটিং করছে। গোপন এ সংবাদের ভিত্তিতে আতাইকুলা থানার ওসি’র নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানে পৌঁছালে তাদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে সন্ত্রাসীরা পিছু হটলে ঘটনাস্থল থেকে আহতাবস্থায় একজনকে উদ্ধার করে পাবনা মেডিকেলে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি আটঘরিয়া থানার যাত্রাপুর গ্রামের কিয়ামুদ্দিন ওরফে আবুর ছেলে কোরবান আলী। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি ও ২টি গুলির খোসা উদ্ধার করে।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, নিহত কোরবান আলী চরমপন্থি (নকশাল) দলের আঞ্চলিক নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status