দেশ বিদেশ

কেরানীগঞ্জের চাঞ্চল্যকর পিতা পুত্র খুনের মামলার রায় আজ

কোর্ট রিপোর্টার

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:২৮ পূর্বাহ্ন

কেরানীগঞ্জের চাঞ্চল্যকর পিতা-পুত্র খুনের মামলার রায় আজ। ঢাকার ৭ম অতিরিক্ত জেলা ও  দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান বুধবার আজ এ রায় ঘোষণা করবেন। আলোচিত ও নির্মম এ জোড়া খুনের ঘটনার ২৫ বছর পর দ্বিতীয়বারের মতো রায় ঘোষণা হতে যাচ্ছে। এ মামলার প্রথম রায়ে রায়ে ডাবল মৃত্যুদণ্ডে দণ্ডিত ৫ আসামির মধ্যে সফিকুল ইসলাম, নজরুর ইসলাম নজু, মিস্টার ওরফে ছোট মিস্টার জেল হাজতে আটক রয়েছে।  আসামি মো. আরিফ ও মো. মাসুদ জামিনে গিয়ে পলাতক রয়েছে। আসামি নজু ও সফিকুল সহোদর। মামলার  অভিযোগ থেকে জানা গেছে, ১৯৯৩ সালের ১৩ই জুলাই রাতে কেরানীগঞ্জের মালোপাড়া বরিশুর বাজার এলাকার একটি দোকানে বাকিতে সিগারেট ও অন্যান্য মালামাল না দেয়ায় ব্যবসায়ী শরীফ ও তার দুই শিশুপুত্র খোকন (৯) ও শাহজা?হানকে (১২) কুপিয়ে মারাত্মক জখম করে আসামিরা। এতে ঘটনাস্থলে শরীফ ও তার শিশুপুত্র খোকন মারা যায়। এ ঘটনায় শরীফের অন্য ছেলে আবদুর রহিম বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ২০০৪ সালের ২১শে জুলাই ঢাকার তৎকালীন ৫ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কামরুল হোসেন মোল্লা (বর্তমানে হাইকোর্টের বিচারপতি) ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আসামিদের ডাবল মৃত্যুদণ্ডের রায় দেন। পরে আসামিরা উচ্চ আদালতে আপিল করে। শুনানি নিয়ে উচ্চ আদালত বিচারিক আদালতকে আসামিদের পক্ষে পৃথক স্টেট ডিফেন্স নিয়োগ করে পুনঃবিচারের নির্দেশ দেন। পরে আসামিদের পক্ষে পৃথক স্টেট ডিফেন্স সাক্ষীদের জেরা করেন। উভয়পক্ষের যুক্তিতর্ক গ্রহণ শেষে মামলাটি আবারও রায়ের পর্যায়ে আসে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status