বাংলারজমিন

‘দুর্নীতি করে কেউ পার পাবে না’

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১৯ সেপ্টেম্বর ২০১৮, বুধবার, ৯:১৩ পূর্বাহ্ন

দুর্নীতি দমন কমিশনার (তদন্ত) এএফএম আমিনুল ইসলাম বলেছেন, দেশে সৎ মানুষের বড়ই অভাব। তার পরও সৎ মানুষের জন্য দেশ এগিয়ে যাচ্ছে। কমিশনের পক্ষ থেকে যারা অপরাধ করবে তাদের জন্য শাস্তিমূলক ব্যবস্থা ও প্রতিরোধমূলক ব্যবস্থা রয়েছে। আমরা যখন দায়িত্ব নিয়েছি তখন ১০০টির মধ্যে ৩৭টি মামলায় শাস্তি দিয়েছি, ৩২টি মামলায় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুর্নীতি করে কেউ পার পাবে না। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের আড়াইহাজারের গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে দুর্নীতি বিরোধী স্লোগান সংবলিত খাতা, জ্যামিতি বক্স ও স্কেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার মাদক ও দুর্নীতি বন্ধে কাজ করছে। মাদক বড় দুর্নীতি। মাদক থেকে আমাদের দূরে থাকতে হবে। যারা গ্রামাঞ্চলে থাকে তাদের দুর্নীতি ছোট আর যারা ঢাকায় থাকে তাদের দুর্নীতি বড়, তবে দুটোই অপরাধ। কাউকেই ছাড় দেয়া হবে না। স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রাব্বি মিয়া, উপজেলা চেয়ারম্যান আলহাজ শাহজালাল মিয়া, দুর্নীতি দমন কমিশনের পরিচালক নাসিম আনোয়ার, মো. মনিরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া খান, শিক্ষানুরাগী ডা. সায়মা আফরোজ ইভা, গোপালদী পৌর মেয়র আলহাজ এমএ হালিম সিকদার, আড়াইহাজার পৌর মেয়র আলহাজ সুন্দর আলী, গোপালদী বণিক সমিতির সভাপতি আলহাজ জাকির হোসেন মোল্লা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেকুর রহমান কামাল প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status