অনলাইন

বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরেছি, তারা বিষয়গুলো দেখবে

স্টাফ রিপোর্টার

১৭ সেপ্টেম্বর ২০১৮, সোমবার, ৯:৫৯ পূর্বাহ্ন

জাতিসংঘের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতরাতে দলের স্থায়ী কমিটির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব এই কথা জানান। তিনি বলেন, জাতিসংঘের কাছে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বলেছি। তারা এব্যাপারে কিছু জানতে চেয়েছে সেগুলো আমরা জানিয়েছি। বর্তমানে গণতন্ত্র যে হুমকির মুখে সে বিষয়ে জাতিসংঘের মনোভাব কেমন প্রশ্ন করা হলে মির্জা আলমগীর বলেন, আলোচনা করেছি, সমস্ত বলেছি। ওনারা বিষয়গুলো দেখবেন বলেছেন। জাতিসংঘ মহাসচিবের আমন্ত্রণে তার সফর হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, এটা পরিস্কার যে, জাতিসংঘের মহাসচিবের আমন্ত্রণে আমি জাতিসংঘে গিয়েছিলাম। যেহেতু কফি আনানের(সাবেক সেক্রেটারি জেনারেল) শেষকৃত্য অনুষ্ঠান ছিলো উনি ( বর্তমান সেক্রেটারি জেনারেল) চলে গিয়েছিলেন। আমরা জাতিসংঘের যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন অ্যাসিটেন্ট সেক্রেটারি জেনারেল তার সঙ্গে কথা বলেছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দৃঢ়তার সাথে বলতে চাই, জাতিসংঘের যে চার্টার আছে সেই চার্টারের মধ্যে পরিস্কার বলা আছে, সদস্য দেশের সরকার. বিরোধী দল, রাজনৈতিক দল, ব্যক্তি ও সংগঠনের যে কেউ তাদের যেকোনো বিষয় উত্থাপন করতে পারে। লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানে সঙ্গে সাক্ষাৎ হয়েছে কিনা প্রশ্ন করা হলে মির্জা আলমগীর বলেন, হ্যাঁ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে আমার লন্ডনে দেখা হয়েছে। আলোচনা হয়েছে দেশের পরিস্থিতি সম্পর্কে। জাতিসংঘ থেকে দেশের ফেরার পর প্রথম সাংবাদিকদের সাথে কথা বললেন বিএনপি মহাসচিব। এর আগে রাত ৭টা থেকে ৯টা পর্যন্ত গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে জাতীয় স্থায়ী কমিটির এই বৈঠক হয়। বৈঠকে মহাসচিব গত বৃহস্পতিবার নিউইয়র্কের জাতিসংঘ সদর দফতরে এবং ওয়াশিংটনে স্টেইট ডিপার্টমেন্টের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত বৈঠকের বিষয়টি স্থায়ী কমিটির সদস্যদের অবহিত করেন। বিএনপি স্থায়ী কমিটির এক সদস্য জানান, বৈঠকের আলোচ্য দুইটি বিষয় ছিল জাতীয় ঐক্য প্রক্রিয়ার অগ্রগতি ও গতিপ্রকৃতি এবং দলের চেয়ারপারসন কারাবন্দ খালেদা জিয়ার অসুস্থতা। জাতীয় ঐক্য প্রক্রিয়ার ঘোষনাপত্রে স্বাধীনতা বিরোধী প্রসঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষ শব্দ দুইটির ব্যবহার নিয়ে আলোচনা হয়। তবে এখন পর্যন্ত পুরো প্রক্রিয়াকে ইতিবাচকভাবেই দেখছে বিএনপি। তারা বিশ্বাস করে সময়ের প্রয়োজনে ও পরিস্থিতির নিরিখে পুরো প্রক্রিয়াটি ইতিবাচক পথে একটি চূডান্ত অবস্থানে পৌছাবে। তবে এ প্রক্রিয়া যেন ষড়যন্ত্রের মাধ্যমে সরকার ব্যর্থ করতে না পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখবে বিএনপি। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত বুধবার মির্জা আলমগীর নিউইয়র্ক এবং বৃহস্পতিবার ওয়াশিংটন সফর শেষে করে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখা করেই দেশে ফিরেন।

খালেদা জিয়ার সঙ্গে আইনজীবীদের সাক্ষাত চেয়ে চিঠি
দলের কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তার আইনজীবীদের সাক্ষাত করতে অনুমতি চেয়ে জেল সুপারের কাছে চিঠি দিয়েছে বিএনপি। গত রাতে স্থায়ী কমিটির বৈঠকের পর এ চিঠি পাঠানো হয়। চিঠিতে যাদের সাক্ষাতের অনুমতি চাওয়া হয়েছে তারা হলেন- অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী, সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। অনুমতি পেলে আজ মঙ্গলবার বিকাল তিনটায় সাক্ষাত করতে চান তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status